নিয়োগ দুর্নীতি থেকে গরু–কয়লা দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে যুব নেতা। আর এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বিস্ফোরক মন্তব্য করলেন। তবে তাঁর গলায় আক্ষেপের সুর শোনা গেল। কয়েকজন নেতা–মন্ত্রীর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হোর্ডিং–ফ্লেক্সের তলায় ‘সততার প্রতীক’ লিখতে পারছেন না বলে খেদ প্রকাশ করলেন দিনহাটার বিধায়ক।
ঠিক কী বলেছেন মন্ত্রী? দিনহাটা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দলের একাংশের দুর্নীতির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ও দলনেত্রীর ইমেজ বলে স্বীকার করেন তিনি। দিনহাটার চৌধুরীর হাট এলাকায় তিনি আক্ষেপের সুরে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সততার প্রতীক যাতে লেখা যায়, সেটা আমাদের ভাবতে হবে। আমাদের মতো কিছু নেতার জন্যই আর সততার প্রতীক লিখতে পারছেন না। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দায়ী। আমরা কাউকে চাকরি দেব বলে টাকা নিয়েছি। কাউকে ঘর দেব বলে টাকা নিয়েছি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম হচ্ছে।’
আর কী জানা যাচ্ছে? নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনায় গড়মিল— দলের প্রাক্তন মন্ত্রী থেকে যুব নেতা, ব্লক নেতা, কর্মীর নামে টাকা নেওয়ার, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। আর তাতে কলুষিত, কালিমালিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস তা মানছেন উদয়ন গুহ। তবে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা দলের নাম এবং ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন উদয়ন গুহ। বাম শাসন শেষে ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তখন পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রীর ছবি থাকত। তলার দিকে লেখা থাকত ‘সততার প্রতীক’। এখন দেখা যায় না।
ঠিক কী হুঁশিয়ারি দিয়েছেন দিনহাটার বিধায়ক? উদয়নের বক্তব্যে নিয়োগ দুর্নীতি ইস্যু আসায় রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। আর দুর্নীতিপরায়ণদের পঞ্চায়েত ভোটে টিকিট না দেওয়ারও বার্তা দেন রাজ্যের মন্ত্রী। এখানেই তিনি বলেন, ‘কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে কোটিপতি হয়েছে। আবার কেউ যাঁরা ধার দেনা করে টাকা দিয়েছে তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। যারা এই অসৎ কাজ করেছে আমি যদি টিকে থাকি তাহলে এই সমস্ত লোকেদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে না। তার জন্য যদি আমার পদ যায় যাক। কিন্তু দুর্নীতি বরদাস্ত নয়। এদের সঙ্গে সমঝোতা করা হবে না। আমার নজরে এরা সমাজবিরোধী।’