কেন্দ্রীয় সংস্থা ইডি–সিবিআইয়ের তৎপরতায় আতঙ্ক তৈরি হয়েছে রাজ্যে। এবার সেই আতঙ্কের সুর শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁকে যে কোনও সময় ইডি–সিবিআই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিনহাটার বিধায়ক। তবে পাচারে বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও কটাক্ষ করেছে বিজেপি।
ঠিক কী বলেছেন উদয়ন গুহ? শনিবার দিনহাটায় একটি সভা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘যে কোনও সময় আমাকেই হয়ত ইডি–সিবিআই গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন আপনারা। বিএসএফ গরু পাচারের সঙ্গে সরাসরি যুক্ত। বিএসএফ যুক্ত থাকলে বিএসএফের মন্ত্রীদের জেলের ভিতর থাকার কথা। কারণ বিএসএফ সিবিআইকে জানিয়েছে গরু প্রতি ২০০০ টাকা করে তাদের দেওয়া হতো।’ গরুপাচার মামলা নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। কারণ জেলে ঢোকানো হয়েছে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে।
বিজেপি ঠিক কী বলেছে? কোচবিহারে বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু কটাক্ষ করে বলেন, ‘ভবিষ্যৎদ্রষ্টা। উনি দুর্নীতিগ্রস্ত, সেটা সবাই জানে। আর বিএসএফের জন্যই শান্তিতে ঘুমোতে পারেন রাজ্যবাসী।’ ইদানিং বিজেপি এই ইস্যুতে সোচ্চার হয়েছে। তারা খানিকটা অক্সিজেন পেয়েছে তৃণমূল কংগ্রেসের দু’জন গ্রেফতার হওয়ায়। তবে বিএসএফ বাগদায় গৃহবধূকে গণধর্ষণ করার ফলে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে।
আর কী বলেছেন দিনহাটার বিধায়ক? এদিন সরাসরি আশঙ্কা প্রকাশ করে উদয়ন গুহ বলেন, ‘যে কোনও সময় আমাকেই হয়ত ইডি–সিবিআই গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন আপনারা। মন্ত্রী হয়ে আমি এক পা জেলার বাইরে ও এক পা জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছি। যে কোনও সময় ইডি–সিবিআই আমাকে গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিতে পারে।’