এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। একই মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের গলায়। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এবারও পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে হুমকি–হুঁশিয়ারি অব্যাহত।
ঠিক কী বলেছেন দিনহাটার বিধায়ক? কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুক দিনহাটার ভেটাগুড়িতে দলের বিজয়া সম্মিলনীতে গিয়ে বিরোধীদের হুমকি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ‘সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত উপড়ে নেওয়া হবে। যেভাবে জয়ী হয়েছিলাম, আমাদের কর্মীরা তা মেনে নিতে পারেনি। এর ফলে ২০১৯ সালের নির্বাচনে পরাস্ত হতে হয়েছে। এবার মানুষ নিজে ভোট দেবেন। যাকে পছন্দ হয়, সেই প্রার্থীকে ভোট দেবেন।’ তবে উদয়নের এই হুঁশিয়ারিতে তোলপাড় হয়ে গিয়েছে গোটা কোচবিহার।
ঠিক কী বলেছেন কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি? এদিন সভামঞ্চ থেকে তিনিও হুঁশিয়ারি দেন। তিনি একই হুমকি দেন। কোচবিহারের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘বোমা–বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে। কেউ যদি বোমা, বন্দুক নিয়ে সন্ত্রাস করতে আসে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের দাঁত উপড়ে ফেলা হবে।’
উল্লেখ্য, এখন বিজেপি সেখানে উস্কানিমূলক মন্তব্য করছে। পৃথক উত্তরবঙ্গ থেকে শুরু করে সরকার ফেলে দেওয়ার কথা বলছেন বিজেপি নেতার। এবার তারই পাল্টা দিতে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আর তাঁকে সমর্থন করে একই কথা বলেছেন পার্থপ্রতিম রায়। ফলে সবমিলিয়ে সরগরম হয়ে উঠেছে দেলার রাজনীতি।