বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Udayan Guha: ‘চুড়ি পরে বসে নেই, রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব’, বিজেপিকে উদয়নের চ্যালেঞ্জ

Udayan Guha: ‘চুড়ি পরে বসে নেই, রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব’, বিজেপিকে উদয়নের চ্যালেঞ্জ

উদয়ন গুহ (ফেসবুক)

উত্তরবঙ্গ ভাগ হোক এটা চায় না তৃণমূল কংগ্রেস। সেই দলীয় লাইন এবার ফের স্মরণ করিয়ে দিয়েছেন দিনহাটার বিধায়ক। তার সঙ্গে সরাসরি রক্তক্ষয়ী সংগ্রাম হবে বলেছেন তিনি। তাতে ধরে নেওয়া হচ্ছে বিজেপি উত্তরবঙ্গকে ভাগ করতে গেলে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না। এই মন্তব্য নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে।

বিজেপি নেতারা প্রায়ই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সওয়াল করেন। এবার পৃথক উত্তরবঙ্গের দাবিকে সরাসরি রুখে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তার জন্য বিজেপিকে আক্রমণ করে সরব হয়ে ওঠেন উদয়ন গুহ। রক্ত দিয়ে বাংলা ভাগ রোখার ডাক দিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

ঠিক কী বলেছেন উদয়ন গুহ?‌ রবিবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে সুর চড়ান গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজ সোমবার সুর চড়ান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, ‘‌রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমার রক্ত দেব না। প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। এই কথাটা বিজেপি নেতাদের মাথায় রাখতে বলব। বাংলা ভাগ রুখতে গিয়ে আমার শরীরের রক্ত দেব আর তোমার শরীরের রক্ত যাবে না, তা হবে না। রক্ত গেলে দু’জনেরই যাবে। কারণ, আমরা কেউ চুড়ি পরে বসে নেই।’‌

কেন এমন মন্তব্য করলেন মন্ত্রী?‌ উত্তরবঙ্গ ভাগ হোক এটা চায় না তৃণমূল কংগ্রেস। সেই দলীয় লাইন এবার ফের স্মরণ করিয়ে দিয়েছেন দিনহাটার বিধায়ক। তার সঙ্গে সরাসরি রক্তক্ষয়ী সংগ্রাম হবে বলেছেন তিনি। তাতে ধরে নেওয়া হচ্ছে বিজেপি উত্তরবঙ্গকে ভাগ করতে গেলে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না। এই মন্তব্য নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী সূত্রের খবর, বিজেপি নেতারা রীতিমতো আলোচনা করতে শুরু করেছেন। কারণ উদয়ন গুহ এখন রাজ্যের মন্ত্রী। ফলে এই বিভাজন অশান্তির কারণ হয়ে দাঁড়াবে উত্তরবঙ্গে।

ঠিক কী বলেছে বিজেপি?‌ এই নিয়ে উদয়ন গুহকে পালটা দিয়েছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, ‘‌আমরা মানুষের দাবি তুলে ধরেছি। উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চনার শিকার। সাধারণ মানুষের বঞ্চনার কথা বলার পালটা যদি রক্ত ঝরানোর কথা বলেন মন্ত্রী, তবে উত্তরবঙ্গের মানুষ তাঁকে যোগ্য জবাব দেবেন।’‌ যদিও বঙ্গভঙ্গের বিপক্ষে কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তার পরও এই নিয়ে কথা ওঠায় বিতর্ক বাড়ছে।

বন্ধ করুন