সম্প্রতি তৃণমূল কংগ্রেস কর্মীদের বুকে পা তুলে দেবেন বলে হুমকি দিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতির এই মন্তব্যে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। পাল্টা আক্রমণও শুরু হয়েছিল। এবার পশ্চিম মেদিনীপুর থেকেই দিলীপ ঘোষকে পাল্টা হুঙ্কার দিলেন এই জেলার তৃণমূল কংগ্রেসের কো–অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি।
ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? শুক্রবার বেলদার রাস্তায় বেরিয়ে গো–ব্যাক স্লোগান থেকে চোর শুনতে হয় মেদিনীপুরের সাংসদকে। এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হওয়ায় বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই ঘটনার সঙ্গে সঙ্গেই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায়। বুকে পা তুলে দেব।’ দিলীপের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। আগেও তিনি বারবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তা অন্য মাত্রা পেল।
ঠিক কী বলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক? এবার পশ্চিম মেদিনীপুরে কোশিয়ারি রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা কো–অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা–সহ জেলার নেতারা। এখানেই অজিত মাইতি বলেন, ‘হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে।’
উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ থেকে বাংলা আবাস যোজনা–সহ বিভিন্ন প্রকল্পে বাংলাকে টাকা দিচ্ছে না বলে মোদী সরকারকে একাধিকবার তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ৬ মাস ধরে। এই অভিযোগকে সামনে রেখেই বেলদার তৃণমূল কংগ্রেস কর্মীরা দিলীপ ঘোষের সামনে স্লোগান তুলেছিলেন। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন দিলীপ।