বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Akhil Giri: 'উদাহরণস্বরূপ বলেছি…', রাষ্ট্রপতির রূপ নিয়ে মন্তব্য নিয়ে সাফাই অখিল গিরির

Akhil Giri: 'উদাহরণস্বরূপ বলেছি…', রাষ্ট্রপতির রূপ নিয়ে মন্তব্য নিয়ে সাফাই অখিল গিরির

অখিল গিরি 

অখিল গিরি সাফাই দিতে গিয়ে আরও বলেন,‘শুভেন্দু অধিকারী তো বলেছেন আমাকে কাকের মতো দেখতে,হাফ মন্ত্রী ইত্যাদি। দেখতে খারাপ হওয়ার সঙ্গে তো মন্ত্রী পদের কোনও যোগ নেই। রাষ্ট্রপতিকে নিয়ে যা বলেছিলাম তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। সাংবিধানিক প্রধানকে আমি কটাক্ষ করতে পারি না।’

শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতির চেহারা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের আগুন জ্বালিয়েছিলেন। তবে এবার বেলাগাম হওয়া নিয়ে মুখ খুললেন মন্ত্রী অখিল গিরি। অখিল গিরি বলেন,‘আমি রাষ্ট্রপতিকে কোনও কটাক্ষ করিনি। আমি একটা উদাহরণস্বরূপ বলেছি। আমিও সংবিধানের লোক। আমি এও বলেছি রাষ্ট্রপতিকে আমি সম্মান করি।’

অখিল গিরি সাফাই দিতে গিয়ে আরও বলেন,‘শুভেন্দু অধিকারী তো বলেছেন আমাকে কাকের মতো দেখতে,হাফ মন্ত্রী ইত্যাদি। দেখতে খারাপ হওয়ার সঙ্গে তো মন্ত্রী পদের কোনও যোগ নেই। রাষ্ট্রপতিকে নিয়ে যা বলেছিলাম তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। সাংবিধানিক প্রধানকে আমি কটাক্ষ করতে পারি না।’

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন অখিল গিরি। অখিল গিরি বলছিলেন, ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’উল্লেখ্য,এর আগে অখিল গিরিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।’ সেই পরিপ্রেক্ষিতেই অখিল গিরির এই মন্তব্য করেন।

এদিকেঅখিল গিরির মন্তব্যের সমালোচনা করে টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অখিল গিরি। তিনি বলছেন,আমরা রূপের বিচার করি না। তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে?। মুখ্যমন্ত্রী সবসময়ই আদিবাসী বিরোধী। তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এখন এই ঘটনা। লজ্জাজনক!’ রাজ্যের মন্ত্রীর এই ধরনের মন্তব্যের নিন্দা করে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকান্ত প্রশ্ন করেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার আদিবাসীদের এত ঘৃণা করেন কেন?’

 

 

বন্ধ করুন