একুশের নির্বাচনের আগে বহু নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। আর ফলাফলের পর একে একে ফিরতে শুরু করেছেন। কেউ জিতে, কেউ পরাজিত হয়ে। আর তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলেই এমন মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে দলীয় কর্মীদের সৎ থাকার পরামর্শ দেন।
দু’দিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় দলে ফিরিয়ে নেওয়া বিজেপিতে যাওয়া নেতাদের নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবার যেন সেই একই সুর শোনা গেল রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের গলায়। শাসকদলের ‘মধু পান’ করতে এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন অনেকে বলে কর্মীসভায় বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রবিবার মাসড়া এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী–সম্মেলনে এমনই কথা বলেছেন তিনি।
ঠিক কী বলেছেন বিধানসভার ডেপুটি স্পিকার? শাসকদলের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঢেউ এসেছে। একটা সময় ছিল যখন দল ক্ষমতায় আসেনি। তখন অনেকেই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিতে ভয় পেত। আর এখন রাজ্যে ভরা সংসারে অনেকে শাসকদলের মধু পান করতে পতাকা নিতে চাইছে।’
উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে বহু নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। আর ফলাফলের পর একে একে ফিরতে শুরু করেছেন। কেউ জিতে, কেউ পরাজিত হয়ে। আর তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলেই এমন মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে দলীয় কর্মীদের সৎ থাকার পরামর্শ দেন। এই নিয়ে তিনি বলেছিলেন, ‘বুকে হাত দিয়ে বলতে হবে আপনারা সৎ কিনা।’