বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই দলের একাংশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। মাঝে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন বলে জানিয়েও কয়েকদিনের মধ্যেই ফিরে এসেছেন স্বমহিমায়। ফিরে এসেই ফের বিশাল বিশাল পোস্টে ফের আক্রমণ শানাতে শুরু করেছেন দলের একাংশকে। সোমবার ফের একবার তেমনই অভিযোগ তুললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এমনকী, দলের একাংশ বন্দুক দেখিয়ে ভোটে জেতে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিন মনোরঞ্জনবাবু লিখেছেন, 'যাঁরা বন্দুক দেখিয়ে ভোটে জেতেন, তাঁদের জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা থাকে না। তাঁরা মনে করেন ওই ভাবে বারবার জিতে যাবে। আমি তেমন ভাবে জিতিনি। জিততে চাই না। আমি জিতেছি মা মাটি মানুষের নেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। আমি আপনাদের প্রতি দায়বদ্ধ, কৃতজ্ঞ আভূমি প্রণত।’
মনোরঞ্জনবাবুর দাবি, হুগলি জেলায় তৃণমূলের একাংশ বিজেপির হয়ে কাজ করছে। তাদের কার্যকলাপে তৃণমূলের থেকে মুখ ঘোরাচ্ছে মানুষ। পঞ্চায়েত দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সেসবে বাধা দেওয়াতেই চক্ষুশূল হয়ে উঠেছেন তিনি। তাঁকে চোর – ধর্ষক বলা হচ্ছে। যাতে ব্যথিত বিধায়ক।