গতকাল বিকেলে বাগদার হেলেঞ্চা বাজারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি, তাঁর কাজ সম্পর্কে শুনেছি। আমরা শুনেছি যে ভগিনী নিবেদিতা মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।’
মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানী রাসমণির সঙ্গে তুলনা করে তিনি বিতর্কে জড়িয়ে ছিলেন। গতকাল তৃণমূলের একুশে জুলায়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ভগিনী নিবেদিতার সঙ্গে মমতার তুলনা করেন। আর এরপরেই বিধায়কের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।
গতকাল বিকেলে বাগদার হেলেঞ্চা বাজারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি, তাঁর কাজ সম্পর্কে শুনেছি। আমরা শুনেছি যে ভগিনী নিবেদিতা মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেরকমই আমরা বর্তমানে এমন একজন নেত্রীকে দেখতে পাচ্ছি যিনি মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।’ সভার শেষে এ নিয়ে সাংবাদিকরা বিধায়ককে প্রশ্ন করলে অবশ্য নিজের দাবি থেকে সরেননি তিনি। বিধায়ক বলেন, ‘ভগিনী নিবেদিতা যেমন সাধারণ মানুষের জন্য সার্বক্ষণ কাজ করতেন তেমনি মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করেন। আমি ভুল বলিনি।’
এর প্রতিক্রিয়ায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিশ্বজিৎ দাস একজন অপদার্থ। তোষামোদি করতেই এইকথা বলেছেন।’ বলেও কটাক্ষ তাঁর। বিজেপি নেতা রাহুল সিনহাও বাগদার বিধায়কের সমালোচনা করেন। তিনি বলেন, ‘যারা এই ধরনের মন্তব্য করছে তাদের কড়া শাস্তি দেওয়া উচিত।’