বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আনিসের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল সেটাও দেখা দরকার: তৃণমূল বিধায়ক নির্মল মাজি

আনিসের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল সেটাও দেখা দরকার: তৃণমূল বিধায়ক নির্মল মাজি

নির্মল মাজি।

সোমবার আমতায় এক সভায় নির্মল মাজি বলেন, ‘আনিরে বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল তাও খতিয়ে দেখতে হবে।

আনিস খানের মৃত্যু নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে সোমবারই মিছিল করেছে তৃণমূল। আর সেদিনই নিহত ছাত্রনেতার গতিবিধি নিয়ে প্রশ্ন তুললেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। তৃণমূল বিধায়ক নির্মলবাবু বলেন, আনিসের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল তাও খতিয়ে দেখতে হবে।

সোমবার আমতায় এক সভায় নির্মল মাজি বলেন, ‘আনিরে বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল তাও খতিয়ে দেখতে হবে। তার বিরুদ্ধে কী কী ধারায় পুলিশ মামলা করেছিল সেটাও খতিয়ে দেখা দরকার। আনিস পড়ে গিয়েছিল না তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে হবে।’

বলে রাখি, আনিসের মৃত্যু নিয়ে শোরগোল শুরুর পর হাওড়া গ্রামীণের ওসি সৌম্য রায় জানিয়েছিলেন, ওই যুবকের বিরুদ্ধে ২টি থানায় অন্তত ৩টি মামলা রয়েছে। পকসোর মতো গুরুতর ধারায় মামলা ছিল আনিসের বিরুদ্ধে।

 

বন্ধ করুন