সম্প্রতি অশোকনগর উৎসবে অপ্রকৃতিস্থ অবস্থায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগ উঠেছিল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতিতে। বিধায়কের এরকম আচরণের জন্য শোকজ করেছিল তৃণমূল নেতৃত্ব। অবশেষে সেই শোকজের জবাব দিলেন নারায়ণ গোস্বামী। বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শোভনদেবের কাছে চিঠি পাঠিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিধায়ক। যদিও তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে এখনও দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেবে দল।
আরও পড়ুন: ‘অভিষেক কাঁচি দিয়ে লেজ কুচ করে কেটে দেবেন’, সতর্কবার্তা দিলেন তৃণমূল বিধায়ক
বিধায়ক নারায়ণ গোস্বামী শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, এবারের মতো থাকে ক্ষমা করে দেওয়া হোক। ভবিষ্যতে তিনি এই ধরনের আচরণ করবেন না। উল্লেখ্য, অশোকনগর উৎসবে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন বিধায়ক। সেই সময় দর্শক আসনে থাকা তরুণীদের উদ্দেশ্যে তিনি কটুক্তি করেছিলেন বলে অভিযোগ উঠে। তাঁর সেই ভিডিয়ো সোশাল মাধ্যমে ভাইরাল হয়। তারপরেই শোরগোল পড়ে যায়। বিধায়কের এরকম আচরণ মোটেই ভালোভাবে নেয়নি তৃণমূল নেতৃত্ব। দলের নেতারা এর তীব্র সমালোচনা করেছিলেন।
দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছিলেন, বিধায়কের আচরণ দলের সঙ্গে খাপ খায় না। শোভনদেবও তাঁর আচরণকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছিলেন। এরপরেই বিধায়কের ওপর শাস্তির খাঁড়া নেমে আসে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে আলোচনা করে শোকজ করা হয়েছিল নারায়ণকে। যদিও শোকজের জবাব দেওয়ার জন্য তাঁকে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে দ্রুত শোকজ পাঠাতে বলা হয়েছিল।
জানা যায়, বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য নারায়ণ নিজেই শোভনদেবের সঙ্গে দেখা করেন। কিন্তু, তাতে অবশ্য বরফ গলেনি। শোভনদেব বুঝিয়ে দেন, শোকজের জবাব দিতে হবে। এরপরে বৃহস্পতিবার চিঠি লিখে ক্ষমা চেয়েছেন নারায়ণ। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।