বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌মালতী দেবী আলাদা রাজ্য দাবি করেন নাচিয়া নাচিয়া!’, ফের উদয়নের পোস্টে বিতর্ক‌

‘‌মালতী দেবী আলাদা রাজ্য দাবি করেন নাচিয়া নাচিয়া!’, ফের উদয়নের পোস্টে বিতর্ক‌

উদয়ন গুহ। ছবি সৌজন্য–এএনআই।

তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের বিরুদ্ধে এমনই কটাক্ষ পোস্ট করেছেন উদয়ন।

আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কোচবিহারের বিধায়ক উদয়ন গুহ। এবার তিনি বিজেপির মহিলা বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করে ফেসবুক পোস্ট করলেন। তাতেই তোলপাড় রাজ্য–রাজনীতি। এক বিধায়ক হয়ে আর এক মহিলা বিধায়ককে এমন আক্রমণ করলেন কী করে?‌ উঠেছে প্রশ্ন। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের বিরুদ্ধে এমনই কটাক্ষ পোস্ট করেছেন উদয়ন।

ঠিক কী লিখেছেন উদয়ন গুহ?‌ আজ, বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উদয়ন লিখেছেন, ‘‌তোমরা দেখো গো আসিয়া, মালতী দেবী আলাদা রাজ্য দাবি করেন নাচিয়া নাচিয়া!’‌ উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করেন বহু বিজেপি বিধায়ক। তবে সেই তালিকায় ছিলেন মালতী রাভা রায়। এখন দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তারপরেই এই ফেসবুক পোস্ট নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। মহিলা বিধায়ককে এভাবে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জানিয়ে ছিলেন কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। বুধবার রাজবংশী বীর সেনাপতি চিলা রায়ের জন্মবার্ষিকীতে আমন্ত্রিত হয়ে আবার সেই বাংলা ভাগের দাবি উস্কে দিয়েছেন মালতী। তার প্রেক্ষিতেই এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে।

ঠিক কী বলেছিলেন মালতী দেবী?‌ এদিন কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি বিধায়ক বলেছিলেন, ‘‌উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্য ঘোষণার দাবি তো আমাদের আছেই। একই সঙ্গে আমাদের দাবি, বীর চিলা রায়ের কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। এখনকার ছেলেমেয়েরা চিলা সম্পর্কে কিছুই জানে না। ওঁদের জানাতে হবে যে, চিলা রায় গোটা ভারতবর্ষের গর্ব।’

বন্ধ করুন