বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার থেকে সংগঠনের কাজে মন দেবেন তারকা সাংসদ দেব

এবার থেকে সংগঠনের কাজে মন দেবেন তারকা সাংসদ দেব

দীপক অধিকারী।

সামনে পঞ্চায়েত ভোট। গত বিধানসভাতে ঘাটালে পরাজয় হয়েছে তৃণমূলের। পঞ্চায়েত ভোটে ঘাটালের সবকটি ব্লকে নিরঙ্কুশ জয় না পেলে যে কোনও নেতারই গুরুত্ব থাকবে না তা নবজোয়ার কর্মসূচির শেষে বৈঠকে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালের সাংগঠনিক বৈঠকে দেবের যোগ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ।

ঘাটালে তৃণমূলের গোষ্ঠীকোন্দল অনেক দিন ধরেই। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবোজয়ার কর্মসূচিতে শালবনির সভায় ঘাটাল নিয়ে সমস্যার কথা বলেছিলেন। নবজোয়ার কর্মসূচি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে সকলকে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছিলেন তিনি। চলতি মাসে ঘাটালে সাংগঠনিক বৈঠক রয়েছে। সূত্রের খবর এবার সেই বৈঠকে যোগ দেবেন তারকা তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব। এতদিন দেবকে প্রশাসনিক বৈঠক এবং বিভিন্ন সভায় দেখা গিয়েছে। এবার সাংগঠনিক বৈঠকে দেবেন দেব। এই নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, সামনে পঞ্চায়েত ভোট। গত বিধানসভাতে ঘাটালে পরাজয় হয়েছে তৃণমূলের। পঞ্চায়েত ভোটে ঘাটালের সবকটি ব্লকে নিরঙ্কুশ জয় না পেলে যে কোনও নেতারই গুরুত্ব থাকবে না তা নবজোয়ার কর্মসূচির শেষে বৈঠকে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ঘাটালের সাংগঠনিক বৈঠকে দেবের যোগ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না জানিয়েছেন, ১৫ জুন দেবের ঘাটালে আসার কথা রয়েছে। এখনও দিন ঠিক হয়নি। ঘাটালে এসে তিনি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন।

২০১৪ সাল থেকে দিন ঘাটালের সাংসদ থাকলেও মূলত দেব এতদিন ছোট ছোট সভা সমিতি বা প্রশাসনিক বৈঠকে যোগ দিতেন। এছাড়াও ঘাটাল কলেজ এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মাথায় রয়েছেন তিনি। তাছাড়া বীরসিংহ উন্নয়ন পর্ষদেরও ভাইস চেয়ারম্যান রয়েছেন দেব। তৃণমূলের একটি সূত্রের খবর, ঘাটালে সাংসদ অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলোইয়ের অনুগামীদের লড়াই দীর্ঘদিনের। সম্প্রতি শঙ্কর তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন। সমস্ত সমস্যা মিটিয়ে তাঁকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি আবার সেখানে সক্রিয় হয়েছেন। এই প্রেক্ষাপটে সাংগঠনিক বৈঠকে দেবের যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রের খবর ঘাটাল ব্লক নেতৃত্ব দেবকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারপরে দেব সেখানে যাওয়ার জন্য রাজি হয়েছেন। সেখানে ব্লক সংগঠনিক নেতাদের নিয়ে তিনি বৈঠক করবেন। সেখানে থাকবেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি অন্যান্য ব্লক নেতারা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ব্যবসা বাড়াতে ও পেশাগত জীবনে সাফল্য পেতে কী করবেন রাধা অষ্টমীতে জেনে নিন FIFA WC 2026: ৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল আইওএস 18 সোমবার মুক্তি পাচ্ছে, তবে আইফোন ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য আইওএস 17 এ আটকে থাকতে পারবেন ডাক্তার ‘দাদা-দিদিদের’ জন্য খাবার আনল ফাইভের ছাত্র; জল, ORS দিয়ে গেলেন মানুষ পা হারানোর পরে নবজাতকের মতন হাঁটা শিখেছি:- হোকাতো সেমার লড়াইয়ের অজানা কাহিনি ‘বঙ্গবানরা মমতাকে চটিপিসি, চটিবুড়ি নামে ডাকছেন, এরাই নাকি আরজি করের…’: কবীর সুমন পুরনো ভুলের জন্য কাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে? দেখুন আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.