বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌পূর্ব মেদিনীপুরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’‌, ময়নার ঘটনা নিয়ে রাজ্যপালকে চিঠি দিব্যেন্দুর

‘‌পূর্ব মেদিনীপুরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’‌, ময়নার ঘটনা নিয়ে রাজ্যপালকে চিঠি দিব্যেন্দুর

দিব্যেন্দু অধিকারী (টুইটার)

ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পরিকল্পনা করেছেন ডাকাত এসপি অমরনাথ কে। মমতার ৬০ থেকে ৭০ জন জেহাদিরা খুন করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করিয়েছে। পুলিশ দেহ খুনিদের হাত থেকে নিয়েছে। পশ্চিমবঙ্গে এরকম ঘটনা আগে হয়েছে না কি?

দাদা এনআইএ–সিবিআই নিয়ে যখন সোচ্চার হচ্ছেন তখন ভাই রাজ্যপালকে চিঠি লিখছেন। ময়নায় বিজেপি নেতাকে অপহরণ করে খুন করার অভিযোগে এভাবেই জোড়া–ফলা নিক্ষেপ করলেন দাদা ও ভাই। দাদা বিজেপির শীর্ষ নেতা। আর ভাই তৃণমূল কংগ্রেসের সাংসদ। হ্যাঁ, তাঁরা হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার ময়নার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দিব্যেন্দু অধিকারী। আর আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলেন।

ঠিক কী লিখেছেন দিব্যেন্দু?‌ এদিকে ময়নার ঘটনা নিয়ে দিব্যেন্দু অধিকারী দলের শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সরাসরি রাজ্যপালকে চিঠি লেখায় জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির পথে পা বাড়াচ্ছেন দিব্যেন্দু?‌ কারণ চিঠিতে তিনি লিখেছেন, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়না, নন্দীগ্রাম, খেজুরি, হেড়িয়া, ভগবানপুর, পটাশপুরের মতো এলাকায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এমনকী পাশের কেন্দ্র কাঁথিতেও একই অবস্থা হয়েছে। দিব্যেন্দু চিঠিতে জায়গা উল্লেখ করে গোটা পূর্ব মেদিনীপুরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে উল্লেখ করেছেন। তবে সেখানে দুটি জায়গা (‌নন্দীগ্রাম ও কাঁথি)‌ যথাক্রমে তাঁর দাদা ও বাবা জনপ্রতিনিধি।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে ময়নায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে খুন করার অভিযোগ তুলেছে বিজেপি। আজ সকালে ময়না থানা এলাকার বাকচায় রাস্তা থেকে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ উদ্ধার করা হয়েছে।তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বিজেপি এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত দেখতে পাচ্ছে। সোমবার সন্ধ্যায় ময়না থানার বাকচা অঞ্চলের গোড়ামোহল এলাকার বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে অপহরণ করা হয়েছিল বলে বিজেপির অভিযোগ। তারপর আজ মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার হয়েছে।

তারপর ঠিক কী ঘটল?‌ ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখান কর্মী–সমর্থকরা। এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, পরিকল্পনা করেছেন ডাকাত এসপি অমরনাথ কে। আর মমতার ৬০ থেকে ৭০ জন জেহাদিরা খুন করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করিয়েছে। পুলিশ দেহ খুনিদের হাত থেকে নিয়েছে। পশ্চিমবঙ্গে এরকম ঘটনা আগে হয়েছে না কি? এই ঘটনায় আমরা সিবিআই তদন্ত চাই। আর মমতার হাসপাতালে ময়নাতদন্ত হবে না। ময়নাতদন্ত হবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে বলে সোচ্চার হয়েছেন তিনি। বুধবার ময়নায় বন্‌ধ ডাকা হয়েছে। তারপরই রাজ্যপালকে আইনশৃঙ্খলা নিয়ে চিঠি লিখলেন দিব্যেন্দু।

বন্ধ করুন