বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC MP Slams Junior Doctors: 'লাইভ হোক...', আন্দোলনকারী ডাক্তারদের চাপে ফেলতে এবার নয়া দাবি কল্যাণের

TMC MP Slams Junior Doctors: 'লাইভ হোক...', আন্দোলনকারী ডাক্তারদের চাপে ফেলতে এবার নয়া দাবি কল্যাণের

আন্দোলনকারী ডাক্তারদের চাপে ফেলতে এবার নয়া দাবি কল্যাণের (PTI)

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যায় লাইভ সম্প্রচার করার ইস্যুতে। আর এই সবের মাঝেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার দাবি করলেন, এরপর থেকে যখন চিকিৎসকরা অস্ত্রোপচার করবেন, স্বচ্ছতার জন্যে সেটারও যেন লাইভ স্ট্রিমিং হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যায় লাইভ সম্প্রচার করার ইস্যুতে। সরকার পক্ষের দাবি ছিল, বিচারাধীন মামলা নিয়ে আলোচনার লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তবে চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। আর এই সবের মাঝেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার দাবি করলেন, এরপর থেকে যখন চিকিৎসকরা অস্ত্রোপচার করবেন, স্বচ্ছতার জন্যে সেটারও যেন লাইভ স্ট্রিমিং হয়। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিছু চিকিৎসক লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে খুবই উৎসাহী। ভবিষ্যতে আমরা তাহলে সার্জারির লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানাব। অপারেশনে যাতে আরও স্বচ্ছতা আসে, তার জন্যেই এটা করা উচিত।' (আরও পড়ুন: বৃষ্টিতে ভিজেও চলছে ডাক্তারদের আন্দোলন, এরই মাঝে 'বড় পদক্ষেপ' সরকারের)

আরও পড়ুন: 'সানগ্লাসটা খুলে পাঠ করুন বক্তব্য, টেলিপ্রম্পটারের প্রতিফলন হচ্ছে', রাজ্যপালকে ট্রোল TMC নেতার

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর নাকি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার জন্যে প্রায় ২ ঘণ্টা নবান্ন সভাঘরে অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেদিন নবান্নের দুয়ারে চলে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং না হওয়ায় বৈঠকও হল না। কার্যত নবান্ন সভাঘরের বাইরে 'অবস্থানে' বসে পড়েন চিকিৎসকরা। এদিকে বৈঠক না হওয়ায় জট কাটার সম্ভাবনাও কমেছে। অপরদিকে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। সেই পরিস্থতিতে এবার তৃণমূলের পক্ষ থেকে পালটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হচ্ছে ঘটনাটিকে। আন্দোলনকারী চিকিৎসকদের এই প্রতিবাদকে ভাঙতে তাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। এরই পাশাপাশি বিজেপির সঙ্গেও তুলনা টানা হচ্ছে মমতার। (আরও পড়ুন: প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন!)

আরও পড়ুন: একই পোশাকে ১ মাসের ওপরে কাটাল সঞ্জয়, গায়ের দুর্গন্ধে নাজেহাল তদন্তকারীরা

এই আবহে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ফাঁকা সভাঘরে বসে থাকা মমতার ছবি পোস্ট করেছিল তৃণমূল। তৃণমূল এক্স হ্যান্ডেলে সেই পোস্টে লিখেছে, আপনি কি কখনও দেখেছেন, বিজেপির কোনও সিএম প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করার জন্য ১.৫ ঘণ্টা অপেক্ষা করছেন? একেবারেই নয়। জেএনইউ থেকে কৃষকদের প্রতিবাদ, কুস্তিগীরদের প্রতিবাদ থেকে মণিপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপি গণতান্ত্রিক আলোচনার প্রতি কোনও দিন সম্মান দেখায়নি। জুনিয়র ডাক্তারদের এই ফারাকটা বোঝা দরকার, ইতিহাসের সঠিক দিকে দাঁড়ান।

এদিকে লাইভ স্ট্রিমিংয়ে কী 'সমস্যা' ছিল তা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, টেলিকাস্টের ব্যাপারে ওপেন মাইন্ডেড আমরা। কিন্তু বিচারাধীন বিষয়ে কিছু জিনিস মাথায় রাখতে হয়। সুপ্রিম কোর্টের মামলা নিয়ে যদি আমরা হঠাৎ করে টেলিকাস্ট করি, কেউ যদি হঠাৎ কোনও মন্তব্য করেন যা আগে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে দেখা গিয়েছে তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? আমাদের অফিসারদের কি দায়বদ্ধতা থাকবে না? আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়।

মমতা বলেন, আমরা স্বচ্ছতার জন্য ভিডিয়োগ্রাফির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বিচারাধীন মামলা নিয়ে আলোচনার লাইভ টেলিকাস্ট করতে পারি না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না। আমরাও চাই নির্যাতিতা বিচার পাক।কিন্তু মামলা আমাদের হাতে নেই। আমরা ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনায় রাজি ছিলাম। বিচারাধীন মামলার কারণেই লাইভ সম্প্রচারে সমস্যা আছে। দুঘণ্টা অপেক্ষার পরে ডাক্তাররা আসেননি। তার পরেও আমরা কোনও পদক্ষেপ করব না। ওরা ছোট, তাই ক্ষমা করে দেব। আমি তিনবার চেষ্টা করলাম। সেই সঙ্গেই মমতা পালটা তোপ দেগে বলেছিলেন, ওরা বিচার নয় চেয়ার চায়।

বাংলার মুখ খবর

Latest News

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিন্দু কলেজের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয় শনিবারের বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও বাম দলগুলির পরামর্শ নেবেন ইউনুস ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে ‘চুরি’ হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.