বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রানাঘাট দক্ষিণ বিধানসভা জিততে মেন্টরের দায়িত্বে তৃণমূল সাংসদ, কে করবেন বাজিমাত?

রানাঘাট দক্ষিণ বিধানসভা জিততে মেন্টরের দায়িত্বে তৃণমূল সাংসদ, কে করবেন বাজিমাত?

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

এই উপনির্বাচনের প্রচারে চমক আনার চেষ্টা করছে বিজেপিও। ইতিমধ্যেই এখানে এসে বিজেপির হয়ে জনসভা করেন দিলীপ ঘোষ। এখানে রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাছাড়া জগন্নায় সরকারও প্রচারে আসবেন বলে সূত্রের খবর। মহুয়া মৈত্র ছাড়া রাজ্য নেতারা এবার ঝাঁপিয়ে পড়বেন রানাঘাট দক্ষিণ আসনটি জিততে। 

লোকসভা নির্বাচনে আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের বাড়লেও রানাঘাটে ঘাসফুল কিন্তু ফোটেনি। বিজেপির জগন্নাথ সরকার জিতেছেন। কিন্তু এখানের বিধায়ক পদ শূন্য হওয়ায় এবার উপনির্বাচন হবে। আগামী ১০ জুলাই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। তার মধ্যে একটি রানাঘাট দক্ষিণ। এবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় ঘাসফুল ফোটাতে মেন্টর নিয়ে এল তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের চাঙ্গা করতে বিশেষ এই ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জাঁদরেল সাংসদকে এই মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিজেপি এখানে পাঠিয়েছে বর্ধমান–দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষকে। সুতরাং টানটান লড়াই হবে এখানে।

এই দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই মেন্টর হিসাবে কাজ শুরু করে দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। শনিবার রানাঘাটের দু’টি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এবং কুপার্সের নেতা–কর্মীদের নিয়ে বৈঠকে বসেন মহুয়া। রানাঘাট–১ ব্লকের আইশতলায় বেসরকারি প্রেক্ষাগৃহে বিশেষ কর্মিসভার আয়োজন করা হয়। মহুয়া মৈত্রের সেই কর্মিসভায় ব্যাপক নেতা–কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার রানাঘাট–২ ব্লকের নোকারি পঞ্চায়েতের একটি বেসরকারি লজেও নেতা–কর্মীদের নিয়ে দ্বিতীয় বৈঠকে বসেন মহুয়া। এবারের লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণের প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানকে মুছে দিয়ে জয় আনাই লক্ষ্য মহুয়ার।

আরও পড়ুন:‌ থমকে গেল শিয়ালদা–বনগাঁ শাখায় ট্রেন চলাচল, রবিবারও ভোগান্তির শিকার যাত্রীরা

এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। এবার লোকসভা নির্বাচনে লড়াই করে হেরে গিয়েছেন। আগে এখানে বিজেপির বিধায়ক ছিলেন। কিন্তু তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর প্রার্থীও হন। এবার তাঁর উপরই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং উপনির্বাচনেও মুকুটমণিই প্রার্থী। এই বিষয়ে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌লোকসভা নির্বাচনে দলের পরাজয় হয়। কর্মীরা টানা লড়াই করে হেরে যাওয়ায় মুষড়ে পড়েছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ মহুয়া মৈত্রের ভোকাল টনিক কাজ করেছে। মুকুটমণি অধিকারীকে দিয়ে উপনির্বাচনে আমরা জিতবই।’‌

এই উপনির্বাচনের প্রচারে চমক আনার চেষ্টা করছে বিজেপিও। ইতিমধ্যেই এখানে এসে বিজেপির হয়ে জনসভা করেন দিলীপ ঘোষ। এখানে রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাছাড়া জগন্নায় সরকারও প্রচারে আসবেন বলে সূত্রের খবর। মহুয়া মৈত্র ছাড়া রাজ্য নেতারা এবার ঝাঁপিয়ে পড়বেন রানাঘাট দক্ষিণ আসনটি জিততে। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এই উপনির্বাচনে বিজেপি হকার উচ্ছেদকে ইস্যু করতে চাইছে। আর তৃণমূল কংগ্রেস এবার বিজেপির একের পর এক দুর্নীতিকে সামনে নিয়ে আসতে চাইছে। বিজেপির এই জনসভায় প্রার্থী মনোজ বিশ্বাস উপস্থিত ছিলেন।

বাংলার মুখ খবর

Latest News

‘‌ইহা পে আরজি কর হো জায়েগা’‌, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি মদ খেয়ে ডিউটি করলে কঠোরতম শাস্তি, পুলিশ, সিভিক, জিআরপির জন্য কড়া নির্দেশিকা লাখ টাকার পুরস্কার জিতেও ভাগ্য সহায় নয়! যে কারণে পুরস্কার বাতিল করল কোম্পানি উত্তরবঙ্গ লবির কর্তা নাকি প্রধান বিচারপতির ‘আত্মীয়’! দাবি করে গ্রেফতার যুবক ৭৮ এই থামল কণ্ঠ, না ফেরার দেশে দূরদর্শন-আকাশবাণীর সংবাদ পাঠিকা ছন্দা সেন মৃত্যুর আগে শেষ ফোন দুই মেয়ে মালাইকা ও অমৃতাকেই করেছিলেন অনিল! কী কথা হয়? কলম্বিয়ার বিরুদ্ধে হার, মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে সপাটে ‘চড়’ এমি মার্টিনেজের! কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা আরজি কর আবহেই সবুজ ঝড়, তৃণমূলের দখলে আরও একটি সমবায় সমিতি 'মুখ্যমন্ত্রীই এড়িয়ে যাচ্ছেন বৈঠক…', সরকারকে পালটা হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.