বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছি, তবু চাকরি হয়নি, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছি, তবু চাকরি হয়নি, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

শ্রাবণী দাস ও রাকেশ পাড়ুই। 

রাকেশ পাড়ুইয়ের স্ত্রী শ্রাবণী দাসের অভিযোগ, বিয়ের পর তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বামী। বদলে বেকারদের কাছ থেকে টাকা তুলে দিতে হবে বলে প্রস্তাব দেন তিনি।

সরকারি চাকরি পেতে গেলে বেকারদের কাছ থেকে তুলে দিতে হবে টাকা। এই শর্তে স্ত্রীকে দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলানোর পরও চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। উলটে স্ত্রীকে অত্যাচারের অভিযোগ উঠল রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পাড়ুইয়ের বিরুদ্ধে। বিষয়টি পারিবারিক বলে দাবি করেছেন রাকেশবাবু।

রাকেশ পাড়ুইয়ের স্ত্রী শ্রাবণী দাসের অভিযোগ, বিয়ের পর তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বামী। বদলে বেকারদের কাছ থেকে টাকা তুলে দিতে হবে বলে প্রস্তাব দেন তিনি। সেই মতো বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে দেন শ্রাবণীদেবী ও তাঁর দিদি। কিন্তু চাকরি হয়নি। উলটে শুরু হয় অত্যাচার। আরও টাকা তুলে দিতে শ্রাবণীদেবী ও তাঁর দিদিকে চাপ দিতে থাকেন রাকেশ। এমনকী শ্রাবণীর নাবালক পুত্রসন্তানকে তাঁর থেকে বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ।

মানিক ভট্টাচার্যের জমানা শেষ, প্রাথমিক টেট মামলায় মন্তব্য বিচারপতির

ফেসবুক লাইভে এমনটাই অভিযোগ করেছেন শ্রাবণীদেবীর দিদি। তাঁর অভিযোগ, রাকেশ পাড়ুইয়ের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করতে চায় না হরিণঘাটা থানা। উলটে তাঁকে গ্রেফতার করে ১ মাস জেলবন্দি করে রাখা হয়েছিল। এমনকী পরিবারের সদস্যদের প্রাণের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এব্যাপারে রাকেশবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি পারিবারিক। সব কিছু প্রকাশ্যে বলা সম্ভব নয়। যা বলার আদালতে বলব। আমার পরিবারকে জড়িয়ে বিরোধীরা চক্রান্ত করছে।

 

বন্ধ করুন