বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad Bombing: তৃণমূল কংগ্রেস প্রধানের বাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’‌, মুর্শিদাবাদে তীব্র আলোড়ন

Murshidabad Bombing: তৃণমূল কংগ্রেস প্রধানের বাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’‌, মুর্শিদাবাদে তীব্র আলোড়ন

বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জেতার পর থেকে এলাকায় বোমাবাজি বেড়েছে বলে খবর। তৃণমূলের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের রানিনগর ২ নম্বর ব্লকের সভাপতি শাহ আলম সরকার ঘটনাস্থলে কথা বলেন রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি বিবি এবং তাঁর স্বামী আনিসুর রহমানের সঙ্গে।

তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠল প্রধানেরই শ্বশুরের বিরুদ্ধে। এখানে রাজনৈতিক মতপার্থক্য আছে। প্রধান শাসকদলের হলেও শ্বশুর কংগ্রেস ঘেঁষা। মুর্শিদাবাদের রানিনগরে এই ঘটনা নিয়ে এখন চর্চা তুঙ্গে। এই ঘটনার পর বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছয় রানিনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। ঘটনাস্থলে একটি গাছের গোড়ায় বোমা ভর্তি ব্যাগ ও একটি সকেট বোমা দেখতে পাওয়া যায়। বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জেতার পর থেকে এলাকায় বোমাবাজি বেড়েছে বলে খবর। আর তৃণমূলের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের রানিনগর ২ নম্বর ব্লকের সভাপতি শাহ আলম সরকার ঘটনাস্থলে পৌঁছন। আর কথা বলেন রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি বিবি এবং তাঁর স্বামী আনিসুর রহমানের সঙ্গে। বাড়িতে বোমা মারার ঘটনায় সরাসরি বাবা জহিরুদ্দিন শেখের হাত রয়েছে বলে অভিযোগ করেন আনিসুর রহমান। তিনি বলেন, ‘‌৩৩ বছর বাবা আমাদের দেখেন না। দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। আমি তৃণমূল করি। আর বাবা কংগ্রেস–সিপিএমকে নিয়ে জোট করার চেষ্টা করছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। আমি আবারও যদি টিকিট পাই তাহলে তো আমার সঙ্গেই লড়তে হবে বাবাকে। তাই পথের কাঁটা হিসেবে আমাকে সরিয়ে দিতেই বোমা মারা হয়েছে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ পুলিশ আজ, রবিবার অভিযুক্ত জহিরুদ্দিন শেখকে আটক করেছে। তৃণমূল কংগ্রেসের রানিনগর ২ ব্লকের সভাপতি শাহ আলম সরকার অবশ্য বলেন, ‘‌বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম জহিরুদ্দিন শেখ নানা জায়গায় গোপন বৈঠক করে বেড়াচ্ছেন। বিরোধী দল হিসেবে বৈঠক করতেই পারে। তা বলে ছেলের বাড়িতে বোমাবাজির পরিকল্পনা ছিল বোঝা যায়নি। ছেলেই যখন বাবার বিরুদ্ধে অভিযোগ তুলছে, তখন নিশ্চয়ই কোনও কারণ আছে। পুলিশকে বলেছি ঘটনার তদন্ত করে আসল কারণ জানতে।’‌

কংগ্রেসের বক্তব্য ঠিক কী?‌ এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর তা নিয়ে এখন এলাকা সরগরম। তবে রানিনগর এলাকার কংগ্রেস নেত্রী ফিরোজা বেগম বলেন, ‘‌বোমাবাজি, বোমা বাঁধা এসব তৃণমূলের সংস্কৃতি। যতদূর জানি রানিনগরে বিরোধীরা কোণঠাসা। এই অবস্থায় তৃণমূল বিরোধীরা কেউ এই কাজ করবে বিশ্বাস করি না। তৃণমূলের নিজেদের মধ্যেই হয়তো কেউ শাহ আলম সরকারের কাছে পাত্তা পাচ্ছিল না। তাই পাত্তা পাওয়ার জন্য নিজেরাই বোমা ফাটিয়ে অন্যদের ঘাড়ে দায় চাপাচ্ছে।’‌

বন্ধ করুন