বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bhangar Molest Arrest: কীর্তনের আসরে কিশোরীর পোশাক ছিঁড়লেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য! গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩

Bhangar Molest Arrest: কীর্তনের আসরে কিশোরীর পোশাক ছিঁড়লেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য! গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩

প্রতীকী ছবি।

বৃহস্পতিবারের রাতের এই ঘটনার জেরে শুক্রবারও থমথমে হয়ে রয়েছে ভাঙড়ের বামনঘাটা এলাকা। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে অভিযোগকারিণীর পরিবারের সদস্যদের দাবি, তাঁরা ওই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন।

হরিনাম সংকীর্তন চলাকালীন মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি ও তার পরিবারের সদস্যদের মারধর, হুমকির অভিযোগ উঠল! শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে যিনি মূল অভিযুক্ত, তিনি আবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা! শুধু তাই নয়, তিনি এলাকার পঞ্চায়েত সদস্যও বটে! আর বাকি দু'জন তাঁরই অনুগামী!

বৃহস্পতিবারের রাতের এই ঘটনার জেরে শুক্রবারও থমথমে হয়ে রয়েছে ভাঙড়ের বামনঘাটা এলাকা। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে অভিযোগকারিণীর পরিবারের সদস্যদের দাবি, তাঁরা ওই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে যেসমস্ত প্রতিবেদন সামনে এসেছে, সেই অনুসারে - বৃহস্পতিবার সন্ধ্যায় লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের আসর বসেছিল। সেখানেই বাকি অনেকের মতো গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরী।

অভিযোগ, সেই সময়েই সেখানে এসে উপস্থিত হন অভিযুক্ত ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য। তিনি ওই নাবালিকার হাত ধরে টানাটানি করেন। নাবালিকা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে। ওই তৃণমূল নেতার টানাটানির ফলে নাবালিকার পোশাকও ছিঁড়ে যায়। সূত্রের দাবি, ঘটনার সময় অভিযুক্ত তৃণমূল নেতা মদ্যপ ছিলেন। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে আপত্তিকরভাবে স্পর্শ করারও অভিযোগ উঠেছে।

এদিকে, সকলের সামনে এভাবে হেনস্থার শিকার হয়ে ওই নাবালিকা ঘাবড়ে যায়। কিন্তু, ভয়ে এবং ঘটনার আকস্মিকতায় সে ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে কিছু বলার সাহস পায়নি। বদলে কাঁদতে কাঁদতে হরিনাম সংকীর্তনের আসর থেকে সোজা বাড়ি ফিরে যায়।

পরিবারের সদস্যরা তাকে কাঁদতে দেখে জানতে চান, কী হয়েছে। তখন নাবালিকা তাঁদের পুরোটা খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা সকলে মিলে ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে সেখানে ওই তৃণমূল নেতার সাঙ্গোপাঙ্গোরাও জুটে যান বলে দাবি করা হচ্ছে।

নাবালিকার পরিবারের সদস্যদের দেখে নাকি বেজায় ক্ষেপে যান শ্লীলতাহানিতে অভিযুক্ত ওই তৃণমূল নেতা। তিনি ও তাঁর অনুগামীরা এরপর সেখানেই ওই কিশোরীর পরিবারের সদস্যদের উপর চড়াও হন বলে অভিযোগ। এই সময় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির লোকেদের মারধর করা হয়, হুমকিও দেওয়া হয় বলে দাবি সূত্রের।

শেষমেশ পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ঝামেলা থামাতে পুলিশকে খবর দিতে হয়। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশবাহিনী। তারা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় উত্তেজনা প্রশমিত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়ে। সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের ওই নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে তাঁর দুই শাগরেদকেও গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে। সমস্ত অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে বলে দাবি সূত্রের। যদিও এলাকাবাসী এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছেন।

বাংলার মুখ খবর

Latest News

'বং গাই'-এর ইউটিউব চ্যানেল থেকে থেকে উধাও আরজি কর সংক্রান্ত সব ভিডিয়ো! এবার ইউনুসের বিরুদ্ধে 'বিদ্রোহ' মাহফুজ আলমের? বাংলাদেশি উপদেষ্টা বললেন... এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ, চলল চড়–কিল–ঘুসি, পাল্টা অ্যাকশনে রণক্ষেত্রের চেহারা শনি অমাবস্যার সঙ্গে গ্রহণের সংযোগ, ভাগ্য চমকাবে, সৌভাগ্যের শিখরে উঠবে ৫ রাশি রোহিতকে বিদ্রুপ করে ভিডিয়ো পোস্ট PSL ফ্র্যাঞ্চাইজির, ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা 'ভারত আমাদের কাছে টানে…', নিজের দেশকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী? 'পাশে আছি…', নাকচ করেছেন প্রেম চর্চা, রণজয়ের জন্মদিনে বিশেষ বার্তা শ্যামৌপ্তির! নারকেলডাঙায় প্যাকিং বাক্সের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন নবরাত্রির ১ দিন আগেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ, এই ২ রাশির অবস্থা হবে দুর্বিষহ নেই রক্তের সম্পর্ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্যারেন্ট’ মনে করেন রাশা?

IPL 2025 News in Bangla

রোহিতকে বিদ্রুপ করে ভিডিয়ো পোস্ট PSL ফ্র্যাঞ্চাইজির, ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা, ভেস্তে যাবে না তো ইডেনের IPL মহারণ? IPL শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী? এল ক্লাসিকোয় কি একতরফা চাপ থাকে? বন্দুকের নল KKR-এর দিকেই ঘুরিয়ে দিলেন RCB কোচ IPL 2025 শুরুর আগে দেখুন সঞ্জুর নেতৃত্বাধীন রাজস্থানের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি অধিনায়ককে ভুলল KKR, টিম বাস মিস করে পড়িমরি করে ছুটলেন রাহানে, ভিডিয়ো হল ভাইরাল ইডেনে তারকা খচিত IPL-এর উদ্বোধন,কলকাতার হাত ধরে মুখোমুখি হবেন শাহরুখ-প্রিয়াঙ্কা? ‘বাদশাময়’ কলকাতায় এলেন শাহরুখ!IPL-র বোধনে ইডেনে কখন কে পারফর্ম করবেন? রইল তালিকা ইডেনের পিচে কোহলি ঝড় উঠবে,নাকি তান্ডব চালাবেন বরুণরা?প্রথমে ব্যাটিং নাকি বোলিং? লালার ব্যবহারে খুব বেশি পার্থক্য হবে না… শামি-সিরাজের উল্টো দাবি KKR স্পিনারের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.