বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এলাকা বেহাল, ৪০ লক্ষ টাকার বাড়িতে থেকে গ্রামবাসীর ক্ষোভের মুখে তৃণমূল উপ প্রধান

এলাকা বেহাল, ৪০ লক্ষ টাকার বাড়িতে থেকে গ্রামবাসীর ক্ষোভের মুখে তৃণমূল উপ প্রধান

প্রতীকী ছবি

সোমবার নির্মল বাংলা প্রকল্পের ব্যাপারে চুরুলিয়ার দক্ষিণ রুইদাসপাড়ায় গিয়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, স্বপন রুইদাস নামে এক গ্রামবাসী আচমকা অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ভিত্তিহীন কথা বলতে শুরু করেন।

কোনও চাকরি না করেও কীভাবে ৪০ লক্ষ টাকার বাড়ি, ২০–৩০ লক্ষ টাকার সম্পত্তির মালিক হলেন?‌ সরকারি কর্মসূচিতে গ্রামে গিয়ে সরাসরি এই প্রশ্নের সম্মুখীন হতে হল তৃণমূলের এক উপপ্রধানকে। তাঁকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিলেন আসানসোল জামুড়িয়ার চুরুলিয়া গ্রামের বাসিন্দারা। শেষে হাতজোড় করে গ্রাম থেকে পালিয়ে যেতে বাধ্য হন উপ প্রধান প্রদীপ মুখোপাধ্যায়। এই ঘটনার এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিও–র সত্যতা স্বীকার করে নিলেও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায়। তাঁর দাবি, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি–র লোকজন। জানা গিয়েছে, সোমবার নির্মল বাংলা প্রকল্পের ব্যাপারে চুরুলিয়ার দক্ষিণ রুইদাসপাড়ায় গিয়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, স্বপন রুইদাস নামে এক গ্রামবাসী আচমকা অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ভিত্তিহীন কথা বলতে শুরু করেন। প্রদীপবাবুর দাবি, উসকানিমূলক মন্তব্য করে ওই ব্যক্তি সাম্প্রদায়িক অশান্তি পাকানোরও চেষ্টা করেন।

এদিকে ভাইরাল হওয়া ভিডিও–তে দেখা গিয়েছে, প্রদীপবাবুর ওপর চড়াও হয়ে স্বপন রুইদাস নামে ওই ব্যক্তি অভিযোগ করে বলছিলেন, ‘‌কোনও উন্নয়নের কাজ হয়নি এই গ্রামে। কিন্তু নিজে ৪০ লক্ষ টাকার বাড়ি করে নিয়েছেন উপ প্রধান। আলাদা সম্পত্তি রয়েছে ২০–৩০ লক্ষ টাকার।’‌ তাঁর প্রশ্ন, কোথা থেকে এল এত টাকা?’‌ এর পরই দেখা যায়, গালিগালাজ করতে করতে টর্চ হাতে নিয়ে মারমুখী হয়ে উঠেছেন স্বপন রুইদাস। শেষে হাতজোড় করে ক্ষমা চেয়ে এলাকা ছাড়েন প্রদীপ মুখোপাধ্যায়।

প্রদীপবাবু এ ব্যাপারে বলছিলেন, ‘‌ওই ব্যক্তি একেবারেই স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এই অবস্থা দেখে ওই এলাকা ছেড়ে আমি চলে আসি।’‌ তাঁর অভিযোগ, ‘‌আগে সিপিএম করল স্বপন রুইদাস। এখন গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে। পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত। ওরা ছক কষে আমাকে হেনস্থা করল। আর সবটাই গোপনে ভিডিও রেকর্ড করা হয়েছে।’‌ যদি এলাকাবাসীর একাংশের অভিযোগ, রাস্তাঘাট, আলো— কিছুই নেই চুরুলিয়া পঞ্চায়েত এলাকায়। এখানে কোনওরকম উন্নয়নমূলক কাজ হয়নি। সেই ক্ষোভেরই বহিপ্রকাশ করেছেন স্বপন রুইদাস।

বাংলার মুখ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.