বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দলের টাকা মেরে দিয়েছেন অঞ্চল সভাপতি, অভিযোগ তুলে তৃণমূল কার্যালয়ের সামনে ভাঙচুর

দলের টাকা মেরে দিয়েছেন অঞ্চল সভাপতি, অভিযোগ তুলে তৃণমূল কার্যালয়ের সামনে ভাঙচুর

প্রতীকী ছবি

অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মীরা। ভাঙচুর করেন পার্টি অফিসের বাইরে রাখা কয়েকটি লাল রঙের প্লাস্টিকের চেয়ার। এর পর পার্টি অফিসে তালার ওপর তালা ঝুলিয়ে দেন।

রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগে জেরবার তৃণমূলের নেতাকর্মীরা। চাকরি বিক্রি থেকে শুরু করে আবাস যোজনা, মিড ডে মিল সবেতেই তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ। এই পরিস্থিতিতে এবার দলের তহবিলের হিসাব দিতে না পারায় বন্ধ পার্টি অফিসের সামনে অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। দলীয় পতাকা হাতে নিয়ে ভাঙচুর করলেন দলীয় কার্যালয়ের চেয়ার। রবিবার সকালে বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া এলাকার ঘটনা।

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের তহবিলের হিসাব দিচ্ছেন না অঞ্চল সভাপতি। হিসাব চাইলেই ঘোরাচ্ছেন তিনি। অবশেষে তহবিলের হিসাব দেবেন বলে জানিয়ে রবিবার সকালে দলীয় কার্যালয়ে এক বৈঠক ডাকেন তিনি। কিন্তু বৈঠকে যোগ দেওয়ার জন্য দলীয় কর্মীরা এসে দেখান, দলীয় কার্যালয় তালাবন্ধ। এর পর প্রবল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মীরা। ভাঙচুর করেন পার্টি অফিসের বাইরে রাখা কয়েকটি লাল রঙের প্লাস্টিকের চেয়ার। এর পর পার্টি অফিসে তালার ওপর তালা ঝুলিয়ে দেন।

স্থানীয় তৃণমূলকর্মীদের অভিযোগ, দলের তহবিলের টাকা নয়ছয় করেছেন অঞ্চল সভাপতি। তাই বারবার বৈঠক এড়াচ্ছেন তিনি। দলীয় কার্যালয়ে ভাঙচুরের বেশ কয়েক ঘণ্টা পরেও এলাকায় ব্লক স্তরের কোনও তৃণমূল নেতাকে দেখা যায়নি। খোঁজ পাওয়া যায়নি অভিযুক্ত অঞ্চল সভাপতিকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন