ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা দেখতে চেয়ে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভরত গ্রামবাসীদের ওপর হামলা চালাল শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় এই ঘটনায় তৃণমূলি দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন অন্তত ৪ জন।
জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ মিনাখাঁর বটতলা বাজার এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে জড়ো হন স্থানীয় মানুষজন। আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা দেখতে চান তাঁরা। কিন্তু তৃণমূল পার্টি অফিসে থাকা নেতা-কর্মীরা তা দেখাতে অস্বীকার করেন। এর পরই গ্রামবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলি দুষ্কৃতীরা।
অভিযোগ, বিক্ষোভকারীদের ওপর পালটা হামলা চালায় পার্টি অফিসের ভিতরে থাকা তৃণমূল দুষ্কৃতীরা। তাদের আক্রমণে ১ জন মহিলাসহ মোট ৪ জন গ্রামবাসী আহত হয়েছেন।
এই ঘটনাতেও বিজেপির যুক্ত থাকার অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির মদতেই পার্টি অফিসে হামলা চালিয়েছে তৃণমূল। ক্ষতিগ্রস্তের তালিকা দেখতে চাওয়া আসলে ছুতো।
গ্রামবাসীদের পালটা অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও গ্রামবাসীদের ওপর হামলার সময় কোনও ব্যবস্থা নেয়নি তারা। বিজেপির দাবি, তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা । এর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।