দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এমনকী দুষ্কৃতীদের দিয়ে তাণ্ডব চালানো হয়েছে বলেও অভিযোগ। এই পার্টি অফিস ভাঙচুর থেকে বোমাবাজিতে রণক্ষেত্র চেহারা নেয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, এখানে আতঙ্ক তৈরি করতে হামলা করেছে বিজেপি। আর বিজেপির দাবি, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনায় পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে।
ঠিক কী ঘটেছে পুরসভা এলাকায়? এদিন দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কুরুরিয়া ডাঙাল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কয়েকজন দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এমনকী সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলা হয়। আলমারি ভেঙে টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ। তারপর বোমা মারতে মারতে তারা চম্পট দেয়। নগদ প্রায় দশ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে এখানে উত্তেজনা তৈরি হয়। যা শনিবার সকাল পর্যন্ত চলে। তাতে অশান্ত হয়ে পড়ে গোটা এলাকা। এই পরিস্থিতিতে পুলিশ এসে সামলে দেয়। বহিরাগত কয়েকজন মোটরবাইক নিয়ে এলাকায় ঢুকেছিল বলে স্থানীয় সূত্রে খবর। অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পুলিশ সূত্রে খবর, এই ভাঙচুর–বোমাবাজির ঘটনায় পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে। ধৃতের নাম সাগর বাউড়ি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুই দলের পক্ষ থেকেই অভিযোগ দায়ের হয়েছে। তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ, ‘এই ওয়ার্ডটি প্রাক্তন মেয়র দিলীপ অগস্থির। এই ঘটনা বিজেপির উপর চাপিয়ে দিতে চাইছে শাসকদল।’