বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘চরিত্র ভালো না’, তাই ১.৫ লক্ষ টাকায় ধর্ষণের অভিযোগ মিটিয়ে নিতে বললেন TMC বিধায়ক

‘চরিত্র ভালো না’, তাই ১.৫ লক্ষ টাকায় ধর্ষণের অভিযোগ মিটিয়ে নিতে বললেন TMC বিধায়ক

পল্টু মণ্ডল ও চন্দনা সরকার।

এই ঘটনা নিয়ে বিধায়কের দফতরে সালিশি সভায় হাজির হয় সব পক্ষ। সেখানেই বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার নিদান দেন, দেড় লক্ষ টাকার বিনিময়ে মিটমাট করে নিতে হবে এই বিবাদ। এর পরই সংবাদমাধ্যমের সামনে অভিযোগ জানান নির্যাতিতা।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দেড় লক্ষ টাকার বিনিময়ে সেই বিবাদ মিটমাট করে নেওয়ার নিদান দিলেন তৃণমূল বিধায়ক। সঙ্গে বললেন, ‘শুনেছি মেয়েটার চরিত্র ভালো না। ৩০৪ জায়গায় এরকম সম্পর্কে জড়িয়ে আছে মেয়েটি।’

মালদার কালিয়াচকের বাসিন্দা তরুণীর দাবি, বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি প্রধান পল্টু মণ্ডল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে ৫ বছর ধরে সহবাস করেছেন। এর পর বিয়ে করতে অস্বীকার করেন তিনি। তখনই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা।

এই ঘটনা নিয়ে বিধায়কের দফতরে সালিশি সভায় হাজির হয় সব পক্ষ। সেখানেই বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার নিদান দেন, দেড় লক্ষ টাকার বিনিময়ে মিটমাট করে নিতে হবে এই বিবাদ। এর পরই সংবাদমাধ্যমের সামনে অভিযোগ জানান নির্যাতিতা।

বিধায়কের দাবি, ‘মেয়েটির পরিবার আমাকে মিটমাট করে দিতে বলেছিল। তাই হস্তক্ষেপ করেছি। আর আমাদের এখানে এরকম গ্রাম্য বিচারসভা বসে। এটা নতুন কিছু নয়।’

সঙ্গে তাঁর সংযোজন, ‘মেয়েটার চরিত্র সম্পর্কে যেটা জানলাম, ওঁর এরকম একটা অবৈধ সম্পর্ক নয়, ৩০৪ জায়গায় এরকম অবৈধ সম্পর্কে জড়িত আছে। এর আগেও এক শিক্ষকের সঙ্গে এরকম ঘটনা করেছেন। মেয়েটা আর কি ভাল চরিত্রের নয়, খবর পেলাম।’

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘এরা লুঠ করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে, শরীর-টাকা কিছুই ছাড়ছেন না। একজন মহিলার সভ্রমের দাম ঠিক করে দিচ্ছেন তৃণমূলের মহিলা বিধায়ক। যে বিধায়ক এই মন্তব্য করেছেন মমতার উচিত তাঁর বিধায়ক পদ খারিজ করে নতুন করে ভোট করানো।’

 

বন্ধ করুন