বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফের মিহির গোস্বামীর বাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ, অবস্থানে অনড় রইলেন বিধায়ক

ফের মিহির গোস্বামীর বাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ, অবস্থানে অনড় রইলেন বিধায়ক

মিহির গোস্বামী। ফাইল ছবি

মঙ্গলবার যদিও রবিবাবুকে ফেরাননি মিহির গোস্বামী। এদিন কোচবিহারে মিহিরবাবুর বাড়িতে ২ জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কুশলবিনিময় ছাড়াও তৃণমূলে মিহিরবাবুর গুরুত্ব তাঁকে বুঝিয়ে বলেন মন্ত্রীমশাই।

মান ভাঙাতে বিদ্রোহী তৃণমূল বিধায়ক ফের মিহির গোস্বামীর বাড়িতে গেলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন অবশ্য জেলার ২ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিতের কথা হয়েছে। গত মাসে মিহিরবাবুর বাড়ি গিয়ে তাঁর দেখা পাননি তৃণমূল নেতারা। রবিবাবুর সঙ্গে আলোচনা করলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন বলে এদিন জানিয়েছেন মিহিরবাবু। 

গত ৩ অক্টোবর দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কোচবিহার দক্ষিণের তৃণমূল  বিধায়ক মিহির গোস্বামী। দল পরিচালনার পদ্ধতি নিয়ে নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। এর পর ফেসবুকে জনান, তিনি আর তৃণমূলে নেই। ইচ্ছা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পদত্যাগ করতে বলতে পারেন। 

এর পর মিহির গোস্বামীর বাড়িতে যান রবীন্দ্রনাথ ঘোষসহ তৃণমূল নেতারা। কিন্তু তাঁর দেখা পাননি। পরে যদিও বিজেপি সাংসদ নীশীথ অধিকারীর সঙ্গে দেখা করেন মিহিরবাবু। তা নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। 

মঙ্গলবার যদিও রবিবাবুকে ফেরাননি মিহির গোস্বামী। এদিন কোচবিহারে মিহিরবাবুর বাড়িতে ২ জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কুশলবিনিময় ছাড়াও তৃণমূলে মিহিরবাবুর গুরুত্ব তাঁকে বুঝিয়ে বলেন মন্ত্রীমশাই। 

পরে সাংবাদিকদের রবিবাবু বলেন, ‘আমি তো অনেক আগেই এসেছিলেন বিজয়া করতে। দেখা না পেয়ে অপেক্ষা করে হয়েছে। অনেকেরই মনের মধ্যে ক্ষোভ দুঃখ থাকতে পারে। সেটা যদি বলে কেউ হালকা হয়, তাতে দোষের কিছু নেই। আমরা চাইছি মিহিরদা তৃণমূলে ছিল, আছে, থাকুক। তিনি বহু বছর ধরে ছাত্র, যুব আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন। তিনি জেলার প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম। জেলার মানুষের অনেক সুখ দুঃখের সাথী তিনি। তাদের মতো লোককে আমরা তো দলে রাখতেই চাই’। 

রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আলোচনা করলেন তিনি যে নিজের অবস্থানে অনড় তা এদিন ফের স্পষ্ট করে দেন মিহির গোস্বামী। তিনি বলেন, ‘আসল কথা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৩০ বছরের। গত ১০ বছর ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের নেতৃত্বের থেকে যে সম্মান পাওয়ার কথা তা পাইনি। আমি আমার কথা ৩ অক্টোবর বলেছিলাম। আমার মনে হয়েছে জেলা ও রাজ্য স্তরে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। দলের কাছে আমি খুব প্রয়োজনীয় এটা ভাবলে বোকামি হবে। সেক্ষেত্রে আমি যা বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলব’।

ওদিকে বিজেপি সূত্রের খবর, প্রবীণ এই বিধায়কের গতিবিধির ওপড় কড়া নজর রেখেছে তারা। বিজেপির আশা তাদের দলে যোগদান করবেন মিহির গোস্বামী। তবে এব্যাপারে এখনো কোনও কথা বলেননি বিধায়ক নিজে।

 

বাংলার মুখ খবর

Latest News

এক লাফে ৬ বছর পার, পর্ণা-সৃজনের মেয়ে এখন অনেকটাই বড়, 'নিম ফুলের মধু' বড় রদবদল ভাঙাচোরা হিন্দি বলে কটাক্ষের মুখে ভুতু! আর্শিয়াকে তুমুল ট্রোল করলেন নেটিজেনরা বজরংবলীর মূর্তি বাড়ির কোনদিকে রাখা শুভ? ২০২৪ হনুমান জয়ন্তীর আগে রইল বাস্তুটিপস 'গোটা দিন বিমানবন্দরে ঘুরলাম, ধরতেই পারল না,' ভিডিয়ো দেখেই গ্রেফতার ইউটিউবার তৃণমূলের প্রচারে ধুন্ধুমার, ইউসুফ পাঠানের সামনে বিবাদে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার নিদান! বিতর্কিত মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না মিঠুনকে ‘গদ্দার’, ‘দোআঁশলা’ বলে আক্রমণ, মমতার ভাষাতেই মমতাকে জবাব দিলেন BJP নেতা CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো কোথায় হবে ISL 2023-24 ফাইনাল? কলকাতার সমর্থকদের জন্য খুশির খবর, থাকতে পারে চমক!

Latest IPL News

সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.