বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডোমজুড়ে রাজীবকে কালো পতাকা দেখায়নি তৃণমূল

ডোমজুড়ে রাজীবকে কালো পতাকা দেখায়নি তৃণমূল

রাজীবকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলকর্মীরা।

এদিন রাজীবাবুর আসার খবরে আগে থেকে তৈরি ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তিনি গাড়ি থেকে নামতেই কালো পতাকা দেখিয়ে স্লোগান তোলেন তাঁরা।

একদা নিজের দুর্গ ডোমজুড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার সেখানে এক প্রয়াত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে কালো পতাকা দেখানো হয় তাঁকে। বিক্ষোভের মুখে প্রয়াত নেতার পরিবারের সঙ্গে দেখা না করেই ফেরেন রাজীব। তৃণমূলের দাবি, বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ‘রাশি’ ভালো যাচ্ছে না রাজীববাবুর। প্রথমে ডোমজুড়ে ৫০ হাজার ভোটে হার। তার পর কেঁদে কেটে তৃণমূলে ফিরে দলের তরফে ত্রিপুরা পুরভোটে ভোটের দায়িত্ব পান তিনি। সেখানেও তেমন সুবিধা করতে পারেনি দল। এর পর নিজের পুরনো কেন্দ্রে ঢুকে কালো পতাকা দেখে এলেন প্রাক্তন মন্ত্রী।

এদিন রাজীবাবুর আসার খবরে আগে থেকে তৈরি ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তিনি গাড়ি থেকে নামতেই কালো পতাকা দেখিয়ে স্লোগান তোলেন তাঁরা। স্লোগান ওঠে, ‘মির্জাফর গো ব্যাক’। কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে পিছন ফিরে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি। তবে কর্মসূচিতে তৃণমূলের কোনও পতাকা ছিল না।

স্থানীয় এক তৃণমূলকর্মী বলেন, ‘ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা আমরা ভুলিনি। উনি মন্ত্রী থাকাকালীন তোলাবাজি করতেন। ভোটের সময় আমাদের ছেলেদের ওপর লাগাতার অত্যাচার করেছেন। উনি হেরে গেছেন। আমাদের আর ওকে কোনও দরকার নেই।’

জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটা দলের কর্মসূচি নয়। গ্রামবাসীরা ওকে দেখে বিক্ষোভ দেখিয়েছেন। কেউ কোনও ভুল করলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতেই পারেন। দলের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।

 

বাংলার মুখ খবর

Latest News

ভারী লহেঙ্গা পরে নাজেহাল শ্রদ্ধা! তাঁর র‌্যাম্পে হাঁটা নিয়ে একী বললেন নেটিজেনরা? ‘লোক ভাবে আমরা অন্ধ বলে…’! সারেগামাপায় আরাত্রিকা-অহনার ডুয়েট, রাঘব বললেন… গ্লোব ফিরেছে, ইলোরা, চিত্রা, নটরাজ সহ ১০০টি হল পুনরায় ফিরিয়ে দিতে চান শতদীপ মায়াঙ্ক ও নীতীশকে একসঙ্গে মাঠে নামিয়েই পাকিস্তানের বিরাট বিশ্বরেকর্ড ভাঙল ভারত ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে বধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দীপাবলির ১০ দিন আগে ভূমিপুত্রর কর্কটে গমন অপ্রত্যাশিত সাফল্য আসবে ৩ রাশির জীবনে ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে দেবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.