বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিদ্রোহী বেচারামকে শান্ত করতে বাড়ি গিয়ে স্তুতিগান গাইলেন তৃণমূলের মুখপাত্র

বিদ্রোহী বেচারামকে শান্ত করতে বাড়ি গিয়ে স্তুতিগান গাইলেন তৃণমূলের মুখপাত্র

বেচারাম মান্না। ফাইল ছবি

শুক্রবার সকালে বেচারাম মান্নার বাড়িতে হাজির হন প্রবীর ঘোষাল। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। তার পর যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি বেচারাম।

বিদ্রোহী বেচারামকে শান্ত করতে শুক্রবার তাঁর বাড়িতে হাজির হলে জেলা তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষাল। সেখানে হরিপালের বিধায়কের মান ভাঙাতে দীর্ঘ প্রশস্তি গাইলেন তিনি। তবে প্রবীর ঘোষাল বেচারামের বাড়িতে যাওয়ায় স্পষ্ট, বিদ্রোহে ইতি টেনেছেন তিনি। 

বৃহস্পতিবার বেচারামবাবু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিতেই শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরে। সঙ্গে সঙ্গে সক্রিয় হন মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের শীর্ষনেতৃত্ব। সকালের মান বিকেল গড়াতে ভাঙে বেচারামের। জানান, আপাতত ইস্তফা দিচ্ছেন না তিনি। 

এর পরই শুক্রবার সকালে বেচারাম মান্নার বাড়িতে হাজির হন প্রবীর ঘোষাল। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। তার পর যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি বেচারাম। প্রবীরবাবু বলেন, ‘অভিমান হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে তা ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে বেচারামবাবুর কথা হয়েছে।’

এর পর বেচারামের সামনেই সিঙুর আন্দোলনে তাঁর ‘অবদান’-এর জন্য ব্যাপক প্রশস্তি গান প্রবীরবাবু। বলেন, বেচারাম মান্নাই সিঙুর আন্দোলনের মুখ। তিনিই সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অবদান ভোলার নয়।

পাশাপাশি সিঙুর আন্দোলনের আরেক নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়েও মন্তব্য করেন প্রবীরবাবু। বলেন, ‘ওনার বয়স হয়েছে। আন্দোলনে উনিও ছিলেন। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেচারাম।’ ওদিকে রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল| অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.