মুর্শিদাবাদের নেতৃত্বকে ভার্চুয়াল বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চাযেত নির্বাচনের প্রাক্কালে সব জেলার সঙ্গেই বৈঠক করবেন তিনি। কিন্তু কয়েকটি কর্মসূচি নিয়ে তিনদিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক আছে। তারপর পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করবেন। আর ওড়িশা থেকে ফিরেই কেষ্টহীন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেষ্ট এখন তিহাড় জেলে। তবে এখনও তিনিই জেলার সভাপতি আছেন। কিন্তু কেষ্ট এই জেলায় উপস্থিত না থাকায় বিজেপি এখানে ঢুকে পড়তে চাইছে। শুক্রবার কালীঘাটের বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রত্যেক সপ্তাহে তিনটি জেলার সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। আর চলতি সপ্তাহেই বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক বসতে পারেন তিনি বলে সূত্রের খবর।
এদিকে ২০২২ সালের ১১ অগস্ট বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এখন তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নিয়ে গিয়েছে নয়াদিল্লিতে। আজ, মঙ্গলবার রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে তোলা হবে। তবে এতকিছুর পরও অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরাননি দলনেত্রী। বরং তাঁকে ‘বীরের মর্যাদা’ দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছেন। অনুব্রতের অনুপস্থিতিতে বীরভূমে ক্ষমতা বেড়েছে কাজল শেখের। বীরভূম জেলা সংগঠনের দেখভাল করবেন বলে আগেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? নবান্ন সূত্রে খবর, অন্যদিকে বৃহস্পতিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন। আর শুক্রবারই বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। ইতিমধ্যেই সেখানে কোর কমিটি গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিহা, বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে জেলা সংগঠন দেখভালের দায়িত্ব দিয়েছেন। শুক্রবার কোনও কারণে বৈঠক না হলে রবিবার হবে বলে সূত্রের খবর। তবে বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup