বিজেপি পার্টি অফিস থেকে উদ্ধার হল দলীয় নেতার ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বিজেপির একটি পার্টি অফিস থেকে দলের মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের কনভেনর পৃথ্বীরাজ নস্করের দেহ উদ্ধার হয়। গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি, সক্রিয় বিজেপি কর্মী পৃথ্বীরাজকে খুন করে দেহ পার্টি অফিসে রেখে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। ওদিকে তৃণমূলের দাবি, টাকার বখরা নিয়ে বিজেপির কোন্দলের জেরে এই খুন।
পরিবারের তরফে জানানো হয়েছে, গত ৪ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন পৃথ্বীরাজ। তার পর তাঁর ফোন বেজে গেলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার গভীর রাতে বিজেপির পার্টি অফিস থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই বাড়িটি পৃথ্বীরাজবাবুদেরই। সেখানেই বিজেপির পার্টি অফিস তৈরি হয়েছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহতের আত্মীয়দের দাবি, অন্যত্র খুন করে দেহ পার্টি অফিসে রেখে গিয়েছে কেউ বা কারা।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপুজোর সময় এলাকায় Justice for RG Kar লেখা একটি ব্যানার টাঙিয়েছিলেন পৃথ্বীরাজবাবু। এর পর তাঁকে হুমকি দেয় তৃণমূলের কিছু স্থানীয় নেতা। ব্যানার খুলে ফেলার জন্য চাপ দেয় তারা। পরিবারের দাবি, তৃণমূলই সক্রিয় এই বিজেপি কর্মীকে অপহরণ করে খুন করেছে। তার পর দেহ ফেলে রেখে গিয়েছে।
তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, লোকসভা ভোটে বিজেপি নেতারা প্রচুর টাকা সরিয়েছেন। সেই টাকার বখরা নিয়ে দলের অন্দরে গোলমাল চলছিল। সেই গোলমালের জেরে খুন হয়ে থাকতে পারেন পৃথ্বীরাজবাবু।