বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাকরি - টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করেছিল তৃণমূল, বিস্ফোরক দাবি আনিসের বাবার

চাকরি - টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করেছিল তৃণমূল, বিস্ফোরক দাবি আনিসের বাবার

শুক্রবার নিজের বাড়িতে আনিস খানের বাবা সালেম খান। নিজস্ব চিত্র

শুক্রবার আনিসের স্মরণসভায় যোগ দিতে আমতায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী ফিরহাদ হাকিম

হাওড়ার আমতার নিহত যুবক আনিস খানের ধর্মীয় স্মরণসভার দিনে বিস্ফোরক দাবি করলেন তাঁর বাবা। ছেলের মৃত্যুর ৪২ দিন পর বাবা আনিস খান বললেন, আমাকে কেনার চেষ্টা করেছিল শাসকদল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শুক্রবার আমতায় আনিসের বাড়িতে তাঁর স্মরণসভার আয়োজন হয়েছিল। হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। বিকেলে স্মরণসভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভের মুখে আনিসের পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরতে হয় ফিরহাদকে।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন সালেম খান। তিনি বলেন, ‘রামপুরহাটে পুড়িয়ে মারা হল ১০-১১টা লোককে। সেখানে দিদি গিয়ে কী করল? মৃতদের ৫ লক্ষ টাকা করে আর বাড়ি বানানোর জন্য ১ লক্ষ টাকা দিয়ে এল। এই তো মুখ্যমন্ত্রীর অবস্থা।

আমাকে এসেছিল কেনার জন্য। পুলক রায়, কস্তুভ রায় আমাকে ৫ লক্ষ টাকা ও ২টো চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমি মাথা বিক্রি করার লোক নই। আমি বলে দিয়েছি, টাকা চাকরি কিছুই আমার চাই না। আমার বিচার চাই’।

সঙ্গে তাঁর দাবি, বাড়ির বাইরে কী হয়েছে আমি জানি না। ফিরহাদ হাকিম এসেছিলেন বলে শুনেছি। এলাকার মানুষ তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন। আমি ঘরে ছিলাম। এব্যাপারে কিছু বলতে পারব না।

 

 

বন্ধ করুন