বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জয়নগর–মজিলপুর পুরসভা দখলের পথে তৃণমূল, বৈঠকে চূড়ান্ত হল রণকৌশল

জয়নগর–মজিলপুর পুরসভা দখলের পথে তৃণমূল, বৈঠকে চূড়ান্ত হল রণকৌশল

পুরবোর্ড দখল করতে প্রস্তুতি নিয়েছে রাজ্যের শাসকদল (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রের পাশাপাশি একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলেছেন এই দাপুটে নেতা। সেই সাফল্য অব্যাহত রাখতেই পুরভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

তৃতীয়বার বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও পুরসভা নির্বাচন বাকি। তার মধ্যেই জনসংযোগ কর্মসূচি বেড়েছে ঘাসফুল শিবিরের। দলে দলে বিজেপি ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এতকিছুর পরও অধরা থেকে গিয়েছে জয়নগর–মজিলপুর পুরসভা। পাঁচ বছর আগে পুরসভা নির্বাচনে এটাই হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবার সেই অধরা পুরবোর্ড দখল করতে প্রস্তুতি নিয়েছে রাজ্যের শাসকদল বলে খবর।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ক্যানিং পূর্বের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শওকত মোল্লার নেতৃত্বে জয়নগর পুরবোর্ড ফিরিয়ে আনতে চলেছে তারা। তাই জয়নগরের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন শওকত। এমনকী তার রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে। এই বিষয়ে শওকত বলেন, ‘‌আগামী পুরবোর্ডে জেলার সব ক’টি পুরবোর্ডই দখল করবে তৃণমূল কংগ্রেস। জয়নগরেও আমরাই বোর্ড গড়ব। আশেপাশের বিধানসভা এলাকার বিধায়কদের এনে একেকটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে।’‌

উল্লেখ্য, গত পুর–নির্বাচনে জয়নগর–মজিলপুর পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি আসন জিতে বোর্ড গঠন করেছিল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জেতে চারটি আসন। দু’টি ওয়ার্ডে এসইউসি ও একটি ওয়ার্ডে জেতেন সিপিআইএম প্রার্থী। তাঁরা নির্বাচনের পরে কংগ্রেসকেই সমর্থন করেন। পুরপ্রধান হন কংগ্রেসের সুজিত সরখেল। তবে কংগ্রেসের শক্তি এখানে কমতে শুরু করেছে। সেই জায়গায় উঠে আসছে বিজেপি। যাকে প্রতিহত করতেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।

শওকতকে কেন দায়িত্বে আনা হচ্ছে?‌ জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রের পাশাপাশি একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলেছেন এই দাপুটে নেতা। সেই সাফল্য অব্যাহত রাখতেই পুরভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। জয়নগর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর চক্রবর্তী বলেন, ‘‌গত দু’টি নির্বাচনে পুর এলাকায় তৃণমূল কংগ্রেসের ফল ভাল হয়েছে। আগামী নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকেই চাইছেন।’‌

বাংলার মুখ খবর

Latest News

বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.