বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cooperative election: পঞ্চায়েত ভোটের আগে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘাসফুল

Cooperative election: পঞ্চায়েত ভোটের আগে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘাসফুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

দাসপুর ১ নম্বর ব্লকের সেকেন্দারি এলাকার সমবায় সমিতিতে মোট ৫০ টি আসন রয়েছে। তারমধ্যে সবকটিতেই মনোনয়ন জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে, সিপিএম ১৫ টি আসনে মনোনয়নপত্র তুলেছিল। তবে শেষ পর্যন্ত কোনও আসনে মনোনয়নপত্র জমা দেয়নি সিপিএম। আবার বিজেপি মনোনয়নপত্র তোলেইনি।

পঞ্চায়েত ভোটের আগে আবারও সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। বিপুল জয়ের পরে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল করার পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। এই সমবায় সমিতি নির্বাচনে সিপিএমের পক্ষ থেকে মনোনয়নপত্র তোলা হলেও শেষ পর্যন্ত জমা দেওয়া হয়নি। আবার বিজেপি মনোনয়ন পত্র তোলেনি। ফলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এরফলে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে কিছুটা অক্সিজেন পেল শাসক দল।

দাসপুর ১ নম্বর ব্লকের সেকেন্দারি এলাকার সমবায় সমিতিতে মোট ৫০ টি আসন রয়েছে। তারমধ্যে সবকটিতেই মনোনয়ন জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে, সিপিএম ১৫ টি আসনে মনোনয়নপত্র তুলেছিল। তবে শেষ পর্যন্ত কোনও আসনে মনোনয়নপত্র জমা দেয়নি সিপিএম। আবার বিজেপি মনোনয়নপত্র তোলেইনি। উল্লেখ্য, ২৭ এবং ২৮ মার্চ ছিল মনোনয়নপত্র তোলার সময় এবং তা জমা দেওয়ার সময় ছিল ২৯ এবং ৩০ মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল গত ২ এপ্রিল। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ফলে স্বাভাবিকভাবে খুশি তৃণমূল কংগ্রেস।

জয়ের পরে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়। আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতা কর্মীরা। তৃণমূলের বক্তব্য, এই জয়ের ফলে সমবায় সমিতির আরও উন্নয়ন হবে। যদিও মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণ হিসেবে তৃণমূলকে দায়ী করেছেন বিরোধীরা। সিপিএমের বক্তব্য তৃণমূলের কারণে তারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। তবে আগামী দিনে সিপিএম এই সমবায় সমিতিতে ভালো ফল করবে বলে তাদের বক্তব্য।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গত বছর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে একটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসক দল।বসিরহাটের ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। ওই সমবায় সমিতিতে ৯ টি আসন ছিল। কোনও বিরোধী ওই সমবায় সমিতির নির্বাচনে মনোনয়পত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন