বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Loksabha result 2024 in WB: জ্যোতিপ্রিয়, জীবনের বিধানসভায় পিছিয়ে TMC, বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা

Loksabha result 2024 in WB: জ্যোতিপ্রিয়, জীবনের বিধানসভায় পিছিয়ে TMC, বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা

বালু, জীবনের বিধানসভায় পিছিয়ে TMC, বিপুল ভোটে এগিয়ে রাখল পার্থ, মানিকের এলাকা

তৃণমূলের যে বিধায়করা বর্তমানে জেল বন্দি তারা হলেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মানিক ভট্টাচার্য। যদিও বড়ঞার  জীবনকৃষ্ণ সাহা নিজের এলাকায় ভোটের পরেই জামিন পেয়েছেন। ফলে তিনিও এই তালিকায় রয়েছেন। জীবন কৃষ্ণের বড়ঞা এলাকাটি পড়ে বহরমপুর লোকসভার মধ্যে।

সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। তাতে রাজ্যজুড়ে ভালো ফল করেছে ঘাসফুল। নিয়োগে দুর্নীতি, গরু পাচার কাণ্ড, কয়লা কাণ্ড, রেশন দুর্নীতির মতো গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও আসন বেড়েছে তৃণমূলের। তবে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূলের যে সমস্ত বিধায়করা জেল বন্দি রয়েছেন সেখানে কী আদৌও ভোট ঘাসফুল শিবিরের। তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন: লোকসভা ভোটের নিরিখে ২১-এর থেকে কম বিধানসভায় এগিয়ে TMC! বাড়ল BJP, খাতা খুলল বাম

তৃণমূলের যে বিধায়করা বর্তমানে জেল বন্দি তারা হলেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মানিক ভট্টাচার্য। যদিও বড়ঞার  জীবনকৃষ্ণ সাহা নিজের এলাকায় ভোটের পরেই জামিন পেয়েছেন। ফলে তিনিও এই তালিকায় রয়েছেন। জীবন কৃষ্ণের বড়ঞা এলাকাটি পড়ে বহরমপুর লোকসভার মধ্যে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই ধরাশায়ী করেছেন  ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে নির্বাচন কমিশনের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে লোকসভায় বড়ঞায় তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে। সেখানে ৫০০ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। উল্লেখ্যযোগ্যভাবে, বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও বড়ঞাতে তৃতীয় স্থানে নেমে গিয়েছে কংগ্রেস। আর সেখানে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে বিজেপি। 

অন্যদিকে, একসময় তৃণমূলের হেভিওয়েট নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিধানসভা কেন্দ্র হল বেহালা পশ্চিম। এটি দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে পড়ে। সেখানে তৃণমূলের মালা রায় জিতেছেন। তাতে দেখা যাচ্ছে, বেহাল পশ্চিম বিধানসভাতেও তৃণমূল এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে বিধানসভা ভোটে পার্থর জয়ের ব্যবধান ছিল ৫০ হাজারের কিছু কম। লোকসভায় সেখানে ১৫ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল।

তৃণমূলের আরও গুরুত্বপূর্ণ বিধায়ক হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি হাবড়ার বিধায়ক। এই বিধানসভা কেন্দ্রটি পড়ে বারাসত লোকসভার মধ্যে। এই লোকসভা কেন্দ্রে এই নিয়ে ৪ বার টানা জয়ী হয়েছেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। তবে পরিসংখ্যান বলছে, হাবড়া বিধানসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। প্রায় ২০ হাজার ভোটে বালুর হাবড়ায় তৃণমূল পিছিয়ে রয়েছে। রেশন দুর্নীতি এবং তৃণমূলের সংগঠন সেখানে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার ফলেই এই প্রভাব পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের আরও এক বিধায়ক যিনি বর্তমানে জেল বন্দি রয়েছেন, তিনি হলেন পলাশীপাড়া কেন্দ্রের মানিক ভট্টাচার্য। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলেছে, মানিকের বিধানসভা কেন্দ্র থেকে ৩৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের মহুয়া। সেক্ষেত্রে মহুয়ার জয়ের ক্ষেত্রে এই বিধানসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। 

বাংলার মুখ খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.