ভাটপাড়ায় অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে গুলি চালানোর ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল NIA. আমিন ওরফে সনু নামে ওই তৃণমূল কর্মীকে বহুদিন ধরেই খুঁজছিলেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে এই ঘটনায় কার হাত রয়েছে তা জানার চেষ্টা চলছে। গ্রেফতারির পর প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, ঘটনায় যে তৃণমূলের হাত রয়েছে এটা অন্তত স্পষ্ট হল।
গত ২৮ অগাস্ট বিজেপির ডাকা বাংলা বনধের সকালে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলে। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি লক্ষ্য করে ৭ - ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে আহত হন গাড়ির চালক। সেই ঘটনার NIA তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কু। সেই আবেদনে সাড়া দিয়ে NIA তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এর পর তদন্তে নেমে ভিডিয়ো ফুটেজ দেখে আততায়ীদের শনাক্ত করে NIA. এর পরই আমিন ওরফে সোনু নামে এক তৃণমূল কর্মীকে খুঁজছিল তারা। অভিযুক্তকে গ্রেফতার করতে এর আগেও তার বাড়িতে অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু পিছনের দরজা দিয়ে পালায় সে। সোমবার ভোর রাতে সমস্ত প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন NIA আধিকারিকরা। এবার আর পালানোর রাস্তা ছিল না অভিযুক্তের। অবশেষে ধরা পড়ে সে।
NIA সূত্রে খবর, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। কার নির্দেশে প্রিয়াঙ্কুকে খুনের চেষ্টা হয়েছিল তা জানতে চান তারা। অভিযুক্তের গ্রেফতারিতে প্রিয়াঙ্কু বলেন, আমি প্রথম থেকেই বলছিলাম তৃণমূল আমাকে খুন করতে চায়। এই গ্রেফতারিতে সেটা স্পষ্ট হল।