বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালদার হবিবপুরে তৃণমূলের সক্রিয় কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, অভিযুক্ত বিজেপি

মালদার হবিবপুরে তৃণমূলের সক্রিয় কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, অভিযুক্ত বিজেপি

প্রতীকী ছবি

অভিযোগ, কয়েকদিন ধরেই স্থানীয় বিজেপি নেতাকর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে।

রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন মালদার হবিবপুরের বাসিন্দা তৃণমূল কর্মী সুবোধ প্রামাণিক (‌৪৫)‌। সারা দিন বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করার পরও হদিশ মেলেনি। সোমবার হবিবপুর গ্রামের বানপুর ফরেস্ট সংলগ্ন মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এ ঘটনার পেছনে রয়েছে বিজেপি। অভিযোগ, কয়েকদিন ধরেই স্থানীয় বিজেপি নেতাকর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। মালদা জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস জানান, সুবোধ প্রামাণিক তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। এই খুনের পিছনে বিজেপি–রই হাত রয়েছে।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা। নিহত তৃণমূল কর্মীর ছেলে রাজ প্রামাণিক বলেন, ‘‌বাবার তেমন কেউ শত্রু ছিল না। এ ঘটনার পেছনে কারা জড়িত তা বের করতে পুলিশ তদন্ত করে দেখুক।’‌

এদিকে, পেশায় কাঠ ব্যবসায়ী ওই তৃণমূলকর্মীর খুনের কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে মঙ্গলবারও উত্তেজনা রয়েছে এলাকায়। নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.