রাজ্যে এখন ইডি–সিবিআইয়ের তৎপরতা দেখা দিয়েছে। তাতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও হেনস্তা করা হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেসের যুবনেতা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে নিশানা করে ফেসবুক পোস্ট করলেন। আর তা নিয়ে এবার রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মলয় ঘটককে জোকার বলে আক্রমণ করেন ওই যুবনেতা। আর এই জোকারকে দেখে দল করি না বলে রাজ্যের মন্ত্রীর সম্পর্কে ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন তৃণমূল যুবনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন এবং সালানপুরের ব্লক সহ–সভাপতি ভোলা সিংকেও আক্রমণ করেছেন তিনি।
ঠিক কী করেছেন যুবনেতা বিশ্বজিৎ? এদিন ফেসবুকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সরাসরি তৃণমূল কংগ্রেস নেতা ভোলা সিংকে লোহা, বালি, গরু চোর বলে আক্রমণ করেন। তারপরে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং জেলার তৃণমূল কংগ্রেস নেতা ভি শিবদাসনকে জোকার বলে কটাক্ষ করেন। মন্ত্রী মলয় ঘটক সিপিআইএমের আমলে আন্দোলন চালিয়েছিলেন এবং মানুষের পাশে ছিলেন। কিন্তু এখন তিনি মানুষের পাশে থাকেন না। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্ত্রী মলয় ঘটক কোনও মন্তব্য করেন না বলে অভিযোগ বিশ্বজিতের।
ঠিক কী লিখেছেন এই যুবনেতা? তৃণমূল কংগ্রেসের আসানসোলের এই যুবনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এদিন ফেসবুকে লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ভালবাসি। তাই তৃণমূল কংগ্রেস করি। মলয় ঘটক, দাশুর মতো জোকারকে দেখে দল করি না। ওসি, আইসি–কে আমি পাত্তা দিই না। আমার জীবনের আদর্শ ডিসি অভিষেক মোদী।’ রাজ্যের মন্ত্রী সম্পর্কে দলের যুবনেতার এমন ফেসবুক পোস্ট আলোড়ন ফেলে দিয়েছে।
উল্লেখ্য, এই যুবনেতা মাঝেমধ্যেই ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন। কয়েকদিন আগে নিজেই দলীয় পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। নাম না করে একাধিকবারই আসানসোলের নেতাদের বিরুদ্ধে তিনি তোপও দাগেন। এই প্রথম সরাসরি মন্ত্রী মলয় ঘটক, ভি শিবদাসন এবং সালামপুরের ব্লক সহ–সভাপতি ভোলা সিংয়ের বিরুদ্ধে ফেসবুকে তোপ দাগলেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কোনও পদে নেই। তাই এই ফএসবুক পোস্টকে গুরুত্ব দিতে চাইছে না দল।