রাতভর নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার হল তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার উত্তর ২৪ পরগনার তেঁতুলিয়ায় ইছামতির খাল থেকে উদ্ধার হয় উৎপল বিশ্বাস (২৪) নামে ওই যুবকের দেহ। নিহত যুবকের বাড়ি স্বরূপনগর ব্লকের বাংলানি গ্রামে। পরিবারের দাবি, বন্ধুরা খুন করেছে উৎপলকে।
বৃহস্পতিবার রাত থেকে খোঁজ মিলছিল না আইটিআই পড়ুয়া উৎপলের। রাতে স্বরূপনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিজনরা। শুক্রবার সকালে তেঁতুলিয়ায় খাল থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীরা দেহ দেখতে পেয়ে বাদুড়িয়া থানায় খবর দেন। পুলিশকর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে।
পরিবারের দাবি, কলকাতার এক আইটিআইয়ের পড়ুয়া উৎপল এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন। আইটিআইএর সহপাঠীদের সঙ্গেই মেলামেশা করতেন তিনি। তারাই যুবককে খুন করেছে বলে দাবি পরিবারের।
স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, দেহ দেখে মনে হচ্ছে অন্য জায়গায় খুন করে এনে ফেলা হয়েছে। কে বা কারা খুন করল জানতে তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোনটি। সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।