ফের রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ। এবার নদিয়ার কালীনারায়ণপুরে ‘শেয়ার বাজার’ নামে একটি সংস্থা ঝাঁপ বন্ধ করে পালিয়েছে বলে অভিযোগ আমানতকারীদের। অভিযোগ কোটি কোটি টাকা তছরূপ করে পালিয়েছেন ওই সংস্থার কর্ণধার শুভ্রকান্তি নাগ। তবে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শুভ্রকান্তিবাবু। তিনি বলেন, কী ভাবে কবে টাকা ফেরানো হবে তা জানেন আমানতকারী ও ব্রোকাররা।
নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ার বাজার নামে ওই সংস্থা মোটা মুনাফার প্রতিশ্রিুতি দিয়ে গত বেশ কয়েকবছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিল। প্রতিশ্রুতি ছিল শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রচুর মুনাফা দেওয়া হবে। সঙ্গে ছিল শেয়ার বাজারে বিনিয়োগের কৌশল শেখানোর প্রতিষ্ঠানও। শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবির কোনও অনুমতি ছাড়াই ওই সংস্থাটি সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে বলে সম্প্রতি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সে অভিযোগ দায়ের করেন বিদ্যুৎ চৌধুরী নামে এক বিনিয়োগকারী। তাঁর দাবি, সংস্থার প্রতিশ্রুতি ছিল যে কোনও সময় টাকা তুলে নেওয়া যাবে। কিন্তু এখন টাকা ফেরত দিতে পারছে না সংস্থা। আমানতকারীদের একাংশের দাবি, এই অভিযোগ দায়ের হতেই বেপাত্তা হয়ে গিয়েছেন শুভ্রকান্তিবাবু।
যদিও সংবাদমাধ্যম তাঁর হদিশ পেয়েছে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কিছু মানুষ তাঁর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার করছেন। কবে, কী ভাবে টাকা ফেরত দেওয়া হবে তা সাব ব্রোকাররা জানেন।
ওদিকে অভিযুক্ত শুভ্রকান্তির সঙ্গে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠতার চর্চা এখন মুখে মুখে। শুধু পঞ্চায়েত প্রধান নন, তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার একাধিক নেতাকে অভিযুক্তের দফতরে দেখা যেত বলে জানিয়েছেন আমানতকারীরা। তাদের দাবি, কোটি কোটি টাকা তছরূপ করে পালিয়েছেন এক একজন সাব ব্রোকার।