বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ‘ধমক’ খাওয়ার আশঙ্কায় তটস্থ আধিকারিরা

Mamata Banerjee: মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ‘ধমক’ খাওয়ার আশঙ্কায় তটস্থ আধিকারিরা

মমতা বন্দ্যোপাধ্যায়। (HT Photo) (HT_PRINT)

আজ বিকেলে মেদিনীপুরে প্রশাসনিক সভায় মাওবাদী প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছে নানা মহল। সম্প্রতি শালবনিতে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি পুলিশ।

আজ পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তিনি মেদিনীপুরে যাচ্ছেন। সম্প্রতি মেদিনীপুরে একের পর এক বেআইনি কাজের অভিযোগ উঠেছে। সে ক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে জেলা এবং পুলিশ প্রশাসন সকলেই মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার ভয়ে রয়েছেন। অনেকেই মনে করছেন বিভিন্ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন।

আজ বিকেলে মেদিনীপুরে প্রশাসনিক সভায় মাওবাদী প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছে নানা মহল। সম্প্রতি শালবনিতে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি পুলিশ। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার ভয় পাচ্ছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, গড়বেতায় মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় আটজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। পাশাপাশি সম্প্রতি মেদিনীপুরের চুরি-ছিনতাইয়ের অভিযোগ বেড়েছে। তা নিয়েও মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিতে পারেন বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে গড়বেতার গাছ পাচার কাণ্ড উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের অনুমান। এ নিয়ে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। তারপরে দেখা যায় ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গ্রেফতার হয়। প্রায় তিন হাজারের বেশি কাজ কাটা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সে ক্ষেত্রে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল।

এছাড়াও জেলা পরিষদে বেহিসেবি খরচ করার অভিযোগ উঠেছে। অনেকক্ষেত্রেই কাজ না হওয়ার ফলে রাজ্য থেকে আসা টাকা ফিরে যাচ্ছে। সময়ে কাজ না হওয়ায় জেলা পরিষদ এবং তৃণমূলে সাংগঠনিক স্তরে রদবদলের ইঙ্গিতও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। অনেকে মনে করছেন এবার জেলা সভাধিপতি নতুন মুখ আসতে পারে। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী বলেন, ‘আমরা সকলেই মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছে।’

বাংলার মুখ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.