বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mayapur Tour: মায়াপুরে শুরু হয়ে গেল উৎসব, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা,দোলের আগে যাবেন!

Mayapur Tour: মায়াপুরে শুরু হয়ে গেল উৎসব, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা,দোলের আগে যাবেন!

মায়াপুরে উৎসব শুরু হয়ে গেল। 

মায়াপুরে দলে দলে আসতে শুরু করেছেন বিদেশি ভক্তরা। চারদিকে শুধু কৃষ্ণ নাম। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গোটা এলাকা। ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর।

হাতে একদিন ছুটি থাকলেই মনে হয় কোথাও যেন ঘুরে আসি। কিন্তু কাছেপিঠে কোথায় যাবেন তা ভেবেও কূলকিনারা পান না অনেকেই। তবে এবার দোলে কিংবা দোলের আগে ঘুরে আসতে পারেন মায়াপুরে। মানে প্ল্যানিংটা এভাবে করতে পারেন, দোলের দিন অথবা আগে পরে গেলেন শান্তিনিকেতনে। আর এখন কৃষ্ণপ্রেমের স্বাদ নিতে ঘুরে আসতে পারেন মায়াপুরে। শ্রীচৈতন্য মহাপ্রভূর ৫৩৭তম শুভ আবির্ভাব উপলক্ষ্যে একমাস ব্যপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবার নিয়ে যান। বেশ ভালো লাগবে।

মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছেন অনেকেই। কিন্তু দোলের আগে পরে অন্য়ভাবে সেজে উঠেছে মায়াপুরের ইসকন। সেই স্বাদটাই বা বাদ থাকে কেন? ঘুরে আসতে পারেন মায়াপুরের ইস্কন মন্দিরে। শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যমে মায়াপুরের ইসকন মন্দিরে দোলযাত্রার উৎসবের সূচনা করা হল। এদিন একেবারে জমকালো অনুষ্ঠান হয়েছে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। প্রায় এক মাস ব্যপী অনুষ্ঠান চলবে মন্দির প্রাঙ্গনে। মন্দির সূত্রে খবর, আগামী ৯ই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। কৃষ্ণ নামে মুখরিত হচ্ছে মন্দির প্রাঙ্গন।মায়াপুরের চারপাশ যেন শুধুই কৃষ্ণময়। দলে দলে কৃষ্ণভক্তরা ভিড় জমাচ্ছেন মায়াপুরে। এক অন্যরকম অনুভূতি। সেই অনুভূতির শরিক হতে একবার ঘুরে আসতে পারেন মায়াপুরে।

ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ জানিয়েছেন, শ্রীচৈতন্য মহাপ্রভূর ৫৩৭তম শুভ আবির্ভাব উপলক্ষ্যে একমাস ব্যপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠান চলবে। বৈচিত্রের মধ্যে ঐক্যের আয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজার বিদেশি এসেছেন মায়াপুরে। প্রতিদিন লক্ষ লোকের সমাগম হচ্ছে। ১৫ হাজার ভক্তকে নিয়ে নবদ্বীপধাম পরিক্রমা হবে। বিশ্বের বিভিন্ন জায়গায় শ্রীচৈতন্যের বাণী প্রচার করা হচ্ছে। খোলা মঞ্চে বিশেষভাবে পালন করা হবে। সকলের সাদর আমন্ত্রণ জানাই। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে এদিন।

মায়াপুরে দলে দলে আসতে শুরু করেছেন বিদেশি ভক্তরা। চারদিকে শুধু কৃষ্ণ নাম। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গোটা এলাকা। ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর।

কীভাবে যাবেন মায়াপুরে?

হাওড়া থেকে কাটোয়া লোকালে নবদ্বীপ ধামে যেতে পারেন। সেখান থেকে মায়াপুর কাছেই। অথবা বিষ্ণুপ্রিয়া হল্টেও যেতে পারেন। সেখান থেকে নবদ্বীপ ঘাটে যেতে হবে। এরপর জলঙ্গি নদীতে ফেরি করে হুলোর ঘাট হয়ে যেতে পারেন মায়াপুরে।

 

বাংলার মুখ খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.