বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tour: পাহাড়ে, ডুয়ার্সে পর্যটকদের ঢল, হোটেলে- রিসর্টে ঠাঁই নেই অবস্থা, কী করবেন?

Tour: পাহাড়ে, ডুয়ার্সে পর্যটকদের ঢল, হোটেলে- রিসর্টে ঠাঁই নেই অবস্থা, কী করবেন?

পর্যকদের ঢল নেমেছে পাহাড়ে, ডুয়ার্সে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

রাজাভাতখাওয়া, জয়ন্তী, ভুটিয়াবস্তি, রায়মাটাং, ২৮ মাইল বস্তি, সান্তলাবাড়ি সর্বত্র পুজোয় পর্যটকদের ঢল নামছে। সেজন্য প্রশাসনও তৈরি রয়েছে। সেক্ষেত্রে আগাম বুকিং করেই তারপর নির্বিঘ্নে বেড়াতে গেলে ভালো। আগাম বুকিং করা না থাকলে সমস্য়া হতে পারে।

শুরু হয়ে গেল উৎসবের মরসুম। আর পাহাড়ে, ডুয়ার্সে কার্যত ঠাঁই নেই অবস্থা। করোনার দাপট কমতেই অনেকেই এবার পাহাড়মুখী। পাহাড়ে, ডুয়ার্সে অধিকাংশ হোটেল, হোমস্টে, বাংলো বুকিং হয়ে গিয়েছে। বহু পর্যটক খুঁজে বেড়াচ্ছেন উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে কোথায় থাকা যায়? তবে পর্যটন ব্যবসায়ীরা বলছেন আগাম বুকিং করাটাই ভালো। কারণ এবার উৎসবের মরসুমে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে। সেক্ষেত্রে আগাম বুকিং না করে উৎসবের মরসুমে পরিবার নিয়ে বেড়াতে এলে সমস্যা হতে পারে।

ডুয়ার্সের সরকারি, বেসরকারি, বনবাংলো, রিসর্ট, হোমস্টে সর্বত্র পর্যটকদের ভিড়় শুরু হয়ে গিয়েছে। অনেকেই চাইছেন নির্জনে দুটো দিন কাটাতে। কিন্তু মূল দার্জিলিং শহরে যেভাবে ভিড় বাড়ছে সেক্ষেত্রে এবার ম্যালে কার্যত গড়িয়াহাটের পুজোর বাজারের মতো ভিড় হতে পারে বলে মনে করছেন অনেকেই।

এদিকে জলদাপাড়ায় পর্যটকদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে হাতি সাফারির জন্য হাতির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আপাতত পাঁচটি হাতিকে সাফারির জন্য বরাদ্দ করা হয়েছে।

জলদাপাড়া টুরিস্ট লজে মোট ৩৪টি ঘর রয়েছে। এই লজের সিংহভাগ রুমই পুজোর মরসুমে বুকিং হয়ে গিয়েছে।হলং বনবাংলোতেও ঠাঁই নেই অবস্থা।এদিকে অনেকে কারসাফারির মাধ্যমেও জঙ্গল ঘুরে দেখেন। কিন্তু পরিস্থিতি যা তাতে আগাম গাড়ি বুকিং করে না রাখলে সমস্যা হতে পারে।

রাজাভাতখাওয়া, জয়ন্তী, ভুটিয়াবস্তি, রায়মাটাং, ২৮ মাইল বস্তি, সান্তলাবাড়ি সর্বত্র পুজোয় পর্যটকদের ঢল নামছে। সেজন্য প্রশাসনও তৈরি রয়েছে। সেক্ষেত্রে আগাম বুকিং করেই তারপর নির্বিঘ্নে বেড়াতে গেলে ভালো। আগাম বুকিং করা না থাকলে সমস্য়া হতে পারে। পাহাড়ে ওঠার আগে অবশ্যই বুকিং করে নিন। কিছু জায়গায় ডরমিটরি খালি আছে। সেখানেও খোঁজ নিতে পারেন। হোমস্টেগুলিও খোঁজ নিন। এক্ষেত্রে বেড়ানোর প্ল্যান কিছুটা রদবদল হতে পারে। এমনটাই বলছেন অভিজ্ঞ পর্যটন ব্যবসায়ীরা।

 

বাংলার মুখ খবর

Latest News

আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.