আবার দিঘার হোটেল থেকে উদ্ধার হল পর্যটকের দেহ৷ এই ঘটনায় দিঘায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ আগেও এমন ঘটনা ঘটেছে দিঘার হোটেলে। এবার মৃত মহিলা পর্যটক। তাঁর নাম দীপাঞ্জনা রায় (৫৬)৷ তিনি উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। তদন্তে নেমেছে পুলিশ৷
ঠিক কী ঘটেছে দিঘায়? হোটেল সূত্রে খবর, গত শনিবার সকালে স্বামী সুভাষ রায়ের সঙ্গে দীপাঞ্জনা রায় দিঘায় আসেন৷ এখানেই দু’দিন ছিলেন তাঁরা৷ সোমবার রাতে স্বামী–স্ত্রী ঘুমিয়ে ছিলেন৷ কিন্তু হঠাৎ মাঝরাতে গরম অনুভব করেন স্বামী সুভাষ রায়৷ তখন ধরপরিয়ে ঘুম ভেঙে উঠে পড়েন। আর যা দেখতে পান তাতে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়।
তারপর সেখানে কী ঘটল? এই দৃশ্য দেখে তিনি হোটেলের কর্মীদের খবর দেন। হোটেল কর্মীরা এসে দেখেন সিলিং ফ্যানে ঝুলন্ত ওই মহিলার দেহ। এই পরিস্থিতি দেখে হোটেলের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দীপাঞ্জনা রায়ের দেহ উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এটা আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখতে হবে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে মহিলা আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷