
ফের সুন্দরবনে বাঘের দেখা পেল পর্যটকরা
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2021, 08:33 PM ISTকিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়।
কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়।
সুন্দরবনে ফের বাঘের দেখা পেল পর্যটকরা। সুন্দরবন বেড়াতে এসে এভাবে বাঘের দেখা পেয়ে স্বভাবতই খুশি পর্যটকরা।
কলকাতা ও দুর্গাপুর থেকে একদল পর্যটক আসেন সুন্দরবনে বেড়াতে। শনিবার বিকেলে পিরখালি ৩ নম্বর জঙ্গল এলাকায় একটি বাঘকে জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে অন্য একটি জঙ্গলে ঢুকতে দেখা যায়। সুন্দরবনে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলায় স্বভাবতই খুশি পর্যটকরা। চলতি বছর পর্যটন মরশুমের শুরু থেকেই বাঘের দেখা পাচ্ছেন পর্যটকরা। সুন্দরবন বেড়াতে গিয়ে সকলেই বাঘের দেখা পেতে চায়।
ওয়াকিবহাল মহলের মতে, বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে শনিবার যেভাবে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে নদীতে দীর্ঘপথ সাঁতরে জঙ্গলে ঢুকতে দেখা যায়, তাতে রীতিমতো উচ্ছ্বসিত পর্যটকরা।
কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। ১৬ ঘণ্টা পর বনকর্মীরা বাঘটিকে ধরতে পারে। বাঘটিকে অচৈতন্য করে খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়া হয়। খাঁচায় বন্দি ওই বাঘটিকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। সম্প্রতি সুন্দরবন এলাকায় অনেকেই বাঘের দেখা পাচ্ছে।