বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কাশ্মীরে বেড়াতে গিয়ে দুর্ঘটনা, খাদে উলটে গেল বাস, মৃত্যু ২ বাঙালি পর্যটকের

কাশ্মীরে বেড়াতে গিয়ে দুর্ঘটনা, খাদে উলটে গেল বাস, মৃত্যু ২ বাঙালি পর্যটকের

মৃতদেহের প্রতীকী ছবি।

এছাড়াও ২৫ জন পর্যটক আহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বেড়াতে যাওয়ার আনন্দ পরিণত হল শোকে। কাশ্মীরে ঘুরতে গিয়ে খাদে উলটে গেল পর্যটক বোঝাই বাস। যার জেরে মৃত্যু হল দুই বাঙালি পর্যটকের। মৃতদের নাম মালতি কুন্ডু (৫৫) এবং স্মৃতিকা হাজরা (৫২)। তারা দুজনেই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের গান্ডেরবাল জেলার কঙ্গন থানার অন্তর্গত শ্রীনগর লে এক্সপ্রেসওয়ে উপরে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। শুক্রবার তাদের দেহ ময়নাতদন্ত করা হয়েছে। আজ শনিবার তাদের দেহ পূর্ব বর্ধমানের বাড়িতে পৌঁছনোর কথা রয়েছে। এছাড়াও ২৫ জন পর্যটক আহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, খণ্ডঘোষ, বর্ধমান শহর, গলসি, শাসপুর থানা প্রভৃতি এলাকা থেকে ৬৪ জন পর্যটক কাশ্মীরসহ উত্তর ভারতে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। এর জন্য গত ১৩ মার্চ তোড়কোনা থেকে একটি টুরিস্ট বাস্ট রওনা দেয়। কাশ্মীরের পাশাপাশি অমৃতসর, হরিদ্বার প্রভৃতি জায়গা হয়ে তাদের ফেরার কথা ছিল আগামী ৪ এপ্রিল। গত মঙ্গলবার বাসটি শ্রীনগরে পৌঁছয়। সেখানে পৌঁছনোর পরেই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার জন্য পর্যটকরা সেখানে দু'টি ছোট বাস ভাড়া করে। সেই বাসে যাওয়ার পথেই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে যায়। বেশ কয়েক ফুট নিচে পড়ে যায় বাসটি।

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ জানান, ‘শুক্রবার সকালে আমরা দুর্ঘটনার খবর পায়। শুক্রবারই তাদের দেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের দেহ ফেরানোর বিষয়ে পর্যটক বিভাগ সর্বতোভাবে সাহায্য করেছে।’ এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

 

বাংলার মুখ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.