বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল দুই শ্রমিকের। অসুস্থ আরও তিন শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বার্নপুরের ইসকো কারখানায়। কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম বাবন সরকার ও সুমন বিশ্বাস। মৃতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের বাড়ি বার্নপুর এলাকায়। এছাড়াও বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ আরও তিন শ্রমিক।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ইসকোর কোকোওভেন ১১ নম্বর ব্যাটারিতে মেরামতির কাজ চলছিল। তখনই সিএনজি গ্যাস প্ল্যান্টের ওই চেম্বারে আচমকা ঝাঁঝালো গন্ধ পান কর্মরত শ্রমিকেরা। গ্যাস লিক হয়েছে বুঝতে পেরে বাকি শ্রমিকরা কোনওরকমে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই পাঁচ জন ঝাঁঝালো গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন। প্রথমেই বাবন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে সুমন বিশ্বাসও অসুস্থ হয়ে পড়েন। আরও তিনজন শ্রমিকও ঘটনাস্থলেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।
ঘটনার পর বার্নপুর কারখানার সিআইএসএফ জওয়ানেরা মুখ অক্সিজেন মাস্ক পরে দুর্ঘটনাস্থলে ঢোকেন। তার পর অসুস্থ অবস্থায় ওই পাঁচ শ্রমিককে উদ্ধার করে বার্নপুর হাসপাতালে নিযে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছলে তাঁদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সূত্রের খবর, মৃত ও অসুস্থরা প্রত্যেকেই ওই কারখানার ঠিকা শ্রমিক।এদিকে এই মৃত্যুর ঘটনায় শ্রমিক সংগঠনগুলি হাসপাতালে জড়ো হয়। কর্তৃপক্ষের গাফিলতির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। মৃতদের ক্ষতিপূরণের দাবিতে ওই বিভাগের জিএমকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন শ্রমিক। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।