উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছেন, ১৫ আসনের ভিস্তাডোম কোচ ও ৮ আসনের এসি রেস্তোরাঁ নিয়ে এবার থেকে ছুটবে টয় ট্রেন।
1/5পুজোর মুখে পর্যটকদের জন্য নতুন সাজে যাত্রা শুরু করল দার্জিলিং পাহাড়ের গর্ব টয় ট্রেন। ভিস্তাডোম কোচ ও রেস্তোরাঁসহ এবার চলবে টয় ট্রেন। অর্থাৎ শুধু জানলা নয়, এবার টয় ট্রেনের ছাদও কাচে ঢাকা। সঙ্গে দীর্ঘ যাত্রায় এবার আর পেটপুজোর জন্য ট্রেন থামার অপেক্ষা করতে হবে না। চলন্ত ট্রেনে রেস্তোরাঁতেই হবে রসনাতৃপ্তি। নিজস্ব চিত্র
2/5সোমবার NJP স্টেশনে নবকলেবরে টয় ট্রেনের যাত্রাশুরু করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। নিজস্ব চিত্র
3/5২ বছর পর বিধিনিষেধহীন শারদোৎসব কাটাতে চলেছে বাঙালি। তার আগে দার্জিলিং পাহাড়ের যাবতীয় হোটেল ও হোম স্টে বুকিং হয়ে গিয়েছে। আর দার্জিলিং মানেই তো টয় ট্রেনের মজা। তবে টয় ট্রেনে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে লেগে যায় প্রায় গোটা দিন। দীর্ঘ পথে যাত্রীদের খাওয়াদাওয়ার সমস্যা বরাবরের। সেকথা ভেবেই এবার টয় ট্রেনে যুক্ত করা হয়েছে আস্ত রেস্তোরাঁ। গোটা একটা কামরায় পাওয়া যাবে নানা পদ। সঙ্গে রয়েছে বসে খাবার ব্যাবস্থাও। নিজস্ব চিত্র
4/5উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছেন, ১৫ আসনের ভিস্তাডোম কোচ ও ৮ আসনের এসি রেস্তোরাঁ নিয়ে এবার থেকে ছুটবে টয় ট্রেন। নিজস্ব চিত্র
5/5তিনি আরও জানান, দার্জিলিং ও NJP স্টেশনেকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। সেজন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শেষ হয়েছে। এবার কাজ শুরুর পালা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পথ ধরে জঙ্গল পাহাড় পেরিয়ে এবার কাঞ্চনজঙ্ঘা দেখার সাধ মেটাতে পারবেন পর্যটকরা। নিজস্ব চিত্র