বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > টয় ট্রেন নিয়ে নতুন পরিকল্পনা রেল মন্ত্রকের, কেন দার্জিলিংয়ে সমীক্ষা শুরু হয়েছে?

টয় ট্রেন নিয়ে নতুন পরিকল্পনা রেল মন্ত্রকের, কেন দার্জিলিংয়ে সমীক্ষা শুরু হয়েছে?

টয় ট্রেন নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছে রেলমন্ত্রক।

আন্তর্জাতিক ক্ষেত্রে টয় ট্রেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই যাত্রী সংখ্যাও বেড়েই চলেছে। গত আর্থিক বছরে টয় ট্রেনে রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে। আর সেই সংখ্যাটা দেড় লক্ষেরও বেশি।একটি অর্থবর্ষে এটিই এখন পর্যন্ত টয় ট্রেনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী। ইলেকট্রিক ইঞ্জিনে টয় ট্রেন চালানোর ভাবনা।

এখন টয় ট্রেনের জনপ্রিয়তা মানুষের মনে বিশেষ জায়গা করেছে। আর তাই বেড়েছে যাত্রীর সংখ্যাও। আর তাই হেরিটেজ টয় ট্রেন নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছে রেলমন্ত্রক। এই নতুন পরিকলঞপনা বাস্তবায়িত করতে সমীক্ষা শুরু হয়েছে। আগামী দু’বছরের মধ্যে হেরিটেজ টয় ট্রেন ইলেকট্রিক এবং হাইড্রোজেন ইঞ্জিনে চালানোর প্রস্তাবকে বাস্তবায়িত করার জন্য সমীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই এনজেপিতে উত্তর–পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম এস কে চৌধুরী সে কথা জানান। এটা হলে আরও একটা বড় কাজ হবে বলে মনে করা হচ্ছে।

কেন এমন পদক্ষেপ করা হচ্ছে?‌ রেল সূত্রে খবর, আন্তর্জাতিক ক্ষেত্রে টয় ট্রেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই যাত্রী সংখ্যাও বেড়েই চলেছে। গত আর্থিক বছরে টয় ট্রেনে রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে। আর সেই সংখ্যাটা দেড় লক্ষেরও বেশি। এত যাত্রী পেয়ে রেলও উৎসাহিত হয়েছে। একটি অর্থবর্ষে এটিই এখন পর্যন্ত টয় ট্রেনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী। এটা ঘটার আগে একবছরে সর্বোচ্চ যাত্রী ছিল ১ লক্ষ ১৮ হাজার। সুতরাং প্রতিনিয়ত যাত্রী বাড়ায় আয়ও বাড়ছে। তাই যাত্রীদের কথা মাথায় রেখেই টয় ট্রেন ইলেক্ট্রিক এবং হাইড্রোজেন ইঞ্জিনে চালানোর কথা ভাবা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ তবে পরিবেশের কথার পাশাপাশি জ্বালানির সমস্যার জেরেই দার্জিলিং হিমালয়ান রেলের স্টিম, ডিজেল ইঞ্জিনের পর ইলেকট্রিক ইঞ্জিনে টয় ট্রেন চালানোর ভাবনা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাইড্রোজেন ইঞ্জিনে টয় ট্রেন চালানোর উদ্যোগ নেন। দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেনকেও হাইড্রোজেন ইঞ্জিনে চালানোর ভাবনা রয়েছে। তাই এবার সমীক্ষা শুরু হয়েছে। এদিন ডিআরএম বলেন, ‘‌আমরা আশা করছি আগামী এক–দু’বছরের মধ্যেই ইলেকট্রিক ও হাইড্রোজেন ইঞ্জিনে টয় ট্রেন চালানো যাবে।’‌

ঠিক কী বলছেন ডিআরএম?‌ এখন দেশ–বিদেশ থেকে পর্যটক দার্জিলিংয়ে আসছেন। এখন দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের একাধিক জয়রাইড সারা বছরই চলছে। জয় রাইডের সংখ্যাও বেড়েছে। তাতেই টয় ট্রেনে রেকর্ড আয় বেড়েছে। ২০২২–২৩ আর্থিক বছরের টয় ট্রেনে মোট ১ লক্ষ ৫৬ হাজার যাত্রী হয়েছে। আয় হয়েছে ১৯ কোটি ২১ লক্ষ টাকা। এই বিষয়ে উত্তর–পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম এস কে চৌধুরী বলেন, ‘‌হেরিটেজ টয় ট্রেন ইলেকট্রিক এবং হাইড্রোজেন ইঞ্জিনে চালানোর প্রস্তাবকে বাস্তবায়িত করার জন্য সমীক্ষা শুরু হয়েছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.