আজ, সাধারণতন্ত্র দিবসের দিনই শালিমার স্টেশনের আগে পদ্মপুকুর রেল ইয়ার্ডে দুর্ঘটনার কবলে পড়ল তিরুপতি এক্সপ্রেস এবং ইস্ট কোস্ট পাওয়ার কোচ। আর তার জেরে লাইনচ্যুত হয়ে গেল বেশ কয়েকটি বগি। ট্রেন দুটির কামরাগুলিতে যাত্রী ছিল না। তাই বড় দুর্ঘটনা ঘটেনি। কোনও হতাহতের খবর নেই। তবে বগিগুলি শালিমার মেন লাইনের সামনে পড়ে যাওয়ায় ওই লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে পার্সেল কার। তাতেই লাইনের বাইরে বেরিয়ে যায় ৩টি বগি।
এদিকে রেল সূত্রে খবর, সাঁতরাগাছি–তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। এই ট্রেনটি সিগন্যাল না পাওয়ায় লাইনে দাঁড়িয়ে ছিল। তখন পিছনে সিগন্যাল মিস করেছিল আরও একটি পার্সেল ট্রেন। আর তাতেই পিছন থেকে ধাক্কা মারে। তার ফলে পদ্মপুকুরের মতো ব্যস্ত লেভেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। লেগে যায় বিশাল যানজট। এই লেভেল ক্রসিংয়ের উপর নির্ভর করে হাজার হাজার যানবাহন থেকে পথচলতি মানুষ। এই লেভেল ক্রসিং সংযুক্ত করে ক্যারি রোডের সঙ্গে আন্দুল রোডের। তার জেরে সাধারণ মানুষের আজকের দিনে আন্দুল রোডের সঙ্গে যোগাযোগ সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন: ‘এটা আত্মবিশ্লেষণেরও সময়’, সাধারণতন্ত্র দিবসে এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা অভিষেকের
অন্যদিকে এই ধাক্কার জেরে পার্সেল কারের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আর তিরুপতি এক্সপ্রেসের দু’টি বগি ট্র্যাকের বাইরে বেরিয়ে যায়। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল কর্মীরা। তিরুপতি এক্সপ্রেস এবং ইস্ট কোস্ট পাওয়ার কোচ আগে–পিছে করছিল। তখন দুটি ট্রেনের ধাক্কা লাগে। লাইনচ্যুত হয় দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি। শালিমারর স্টেশনের মেন লাইনের সামনে পড়ে আছে কামরাগুলি। ফলে মেইন লাইনে বন্ধ হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেল পুলিশ এবং রেলের উচ্চপদস্থ অফিসাররা তদন্ত করছে। আর চেষ্টা করছে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে লেভেল ক্রসিং থেকে সরিয়ে লেভেল ক্রসিংকে উন্মুক্ত করার চেষ্টা করা যায়। সব চেষ্টা করছে রেল দফতর।
এছাড়া এই দুর্ঘটনার জেরে দক্ষিণ–পূর্ব রেলের শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু স্টেশনে লোকাল ট্রেনের সঙ্গে দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে যায়। শালিমার থেকে ছাড়া ধৌলি এক্সপ্রেস পদ্মপুকুরে এসে থেমে যায়। দীর্ঘক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় শালিমার স্টেশনে। এই ঘটনার জেরে শালিমার সাঁতরাগাছি শাখায় বন্ধ ট্রেন চলাচল। তবে হাওড়া লাইনে পরিষেবা স্বাভাবিক আছে। এখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলের অফিসাররা এবং ইঞ্জিনিয়াররা।