প্রায় ১১২ ঘণ্টা পর অবরোধ উঠল পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে। সেই পরিস্থিতিতে ইতিমধ্যে কয়েকটি ট্রেন চালু করা হয়েছে। লাগাতার কয়েকদিন অসংখ্য ট্রেন বাতিল থাকার পর দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। তবে তারইমধ্যে সোমবার নবান্নের বৈঠকে যাচ্ছেন না বলে জানিয়েছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
কোন কোন ট্রেনের পরিষেবা শুরু করা হচ্ছে (কবে থেকে)?
- ১৩২৮৭ দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১৮১১৫ গোমো-চক্রধরপুর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস: ৯ এপ্রিল।
- ১৮০০৫ হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস: ৯ এপ্রিল।
- ১২৮৩৪ হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস: ৯ এপ্রিল।
- ১২১০২ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২২৬২ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস দুরন্ত এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ১২৮৮৫ শালিমার-ভৌজডিহ আরণ্যক এক্সপ্রেস: ১০ এপ্রিল।
- ০৮০৪৯/০৮৬৯৭ খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০৫০/০৮৬৯৬ পুরুলিয়া-ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০১৫/০৮০১৬ খড়্গপুর-ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০৬৯/০৮০৭০ সাঁতরগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০৫৫/০৮০৫৬ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮১৬০/০৮১৫৯ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০৫৩/০৮০৫৪ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০৫৯/০৮০৬০ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
- ০৮০৭১/০৮০৭২ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল: ১০ এপ্রিল।
কুড়মিদের আন্দোলন
তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে গত বুধবার ভোর পাঁচটা থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবরোধ শুরু হয়। তার জেরে পরপর ট্রেন বাতিল হতে থাকে। টাটানগর, মুম্বই, বিলাসপুর রুট পুরোপুরি রুদ্ধ হয়ে যায়। কোটি-কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয় রেলকে। তারইমধ্যে রবিবার সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ পুরুলিয়ার কুস্তাউর থেকে অবরোধ উঠে যায়। প্রায় নয় ঘণ্টা পর খেমাশুলি থেকেও অবরোধ তুলে নেওয়া হয়েছে।
কুড়মি সম্প্রদায়ের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি কমলেশ মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ায় নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকেই রেল অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে সোমবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বৈঠকে হাজির হচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। কমলেশের দাবি, রাজ্য সরকার কী পদক্ষেপ করে, তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে কুড়মি সম্প্রদায়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)