বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পয়েন্ট খারাপ থাকায় ১ নম্বরের ট্রেন ২ নম্বরে, মধ্যমগ্রামে ভোগান্তির চরম যাত্রীদের

পয়েন্ট খারাপ থাকায় ১ নম্বরের ট্রেন ২ নম্বরে, মধ্যমগ্রামে ভোগান্তির চরম যাত্রীদের

প্রতীকি ছবি

টানা ২ ঘণ্টা মধ্যমগ্রামে দাঁড়িয়ে রইল ট্রেন। 

রেলেলাইনের সংযোগে বিভ্রাটে রবিবার দিনভর বিপর্যস্ত ব্যস্ত শিয়ালদা - বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। এদিন বেলা ১১.৩০ মিনিট নাগাদ মধ্যমগ্রামে বিভ্রাটের সূত্রপাত। যার জেরে প্রায় ২ ঘণ্টা গোটা ডাউন লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। যার জেরে বেশ কয়েকটি স্টেশনে যাত্রীবিক্ষোভ ছড়ায়।

এদিন বেলা ১১.৩০ মিনিটে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল ১ নম্বর প্ল্যাটফর্মের জায়গায় ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। যাত্রীদের দাবি, কোনও ঘোষণা হয়নি। ওদিকে পিছনে ৫০ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে ডাউন হাবরা লোকাল। এর পর টানা ২ ঘণ্টা ধরে মধ্যমগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে বনগাঁ লোকাল। পিছনের স্টেশনে একে একে দাঁড়িয়ে পড়ে ডাউন ট্রেনগুলি। ভ্যাপসা গরমে প্রায় ২ ঘণ্টা মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। যার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা।

মধ্যমগ্রামের স্টেশন মাস্টার জানিয়েছেন, সিগনাল ও পয়েন্টে সমস্যার জন্য ১ নম্বরের ট্রেন ২ নম্বরে ঢোকানো হয়েছে। কিন্তু ট্রেনটি ২ নম্বরে ঢোকানো হয়েছে, না ঢুকে গিয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। ট্রেন ২ নম্বরে ঢোকানো হলে ঘোষণা হল না কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এই নিয়ে কোনও মন্তব্য করেননি স্টেশন মাস্টার।

প্রায় ২ ঘণ্টা ধরে রেলকর্মীরা পয়েন্ট মেরামত করেন। তার পর মধ্যমগ্রাম থেকে ছাড়ে ডাউন বনগাঁ লোকাল।

 

বন্ধ করুন